মোবাইল

ফাঁস হল Samsung Galaxy A56 ও A36 স্মার্টফোনের দাম, সোমবারে লঞ্চ হবে দেশে

Published on:

samsung galaxy a56 a36 price leaked ahead of march 2 launch

Samsung Galaxy M16 5G এবং Galaxy M06 5G সদ্য ভারতে লঞ্চ হয়েছে। আবার সবকিছু ঠিকঠাক চললে, আগামী সপ্তাহে Galaxy A সিরিজের একঝাঁক স্মার্টফোন এ দেশে আসতে পারে। রিপোর্ট বলছে, এই লাইনআপে Galaxy A56, A36, এবং A26 মডেলের তিনটি ডিভাইস লঞ্চ হতে পারে। স্যামসাং ইন্ডিয়া তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফোনগুলির জন্য একটি আলাদা ল্যান্ডিং পেজ বানিয়ে রেখেছে।

কোম্পানি বিস্তারিত তথ্য এখনও গোপন রাখলেও, এক জনপ্রিয় টিপস্টার Galaxy A56 এবং A36 এর ফাঁস হওয়া দাম প্রকাশ করেছেন। এই স্মার্টফোন দুটি ৪ মার্চ অর্থাৎ আগামী মঙ্গলবার ভারতে লঞ্চ হবে। আসন্ন মডেল দুটি Samsung Galaxy A55 ও Galaxy A35 এর উত্তরসূরী হবে, যা ২০২৪ সালের এপ্রিল মাসে আত্মপ্রকাশ করেছিল।

Samsung Galaxy A56 ও Galaxy A36-এর দাম

স্যামসাং গ্যালাক্সি এ৫৬ স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের বেস ভেরিয়েন্টের দাম ৪১,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের দাম ৪৪,৯৯৯ টাকা হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের একটি টপ-এন্ড সংস্করণেও লঞ্চ হতে পারে, যার দাম ৪৭,৯৯৯ টাকা থাকবে বলে অনুমান করা হচ্ছে।

অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এ৩৬ এর দাম ৩২,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে, যা ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ভেরিয়েন্ট কেনার খরচ এটি। ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ভেরিয়েন্টেও পাওয়া যাবে। এটির দাম হতে পারে ৩৫,৯৯৯ টাকা। আর টপ-এন্ড ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে।

স্যামরাং নিশ্চিত না করলেও বিভিন্ন সূত্র থেকে খবর আসছে যে Galaxy A56-তে Exynos 1580 প্রসেসর ব্যবহার হতে পারে। অন্যদিকে, Galaxy A36 মডেলে Snapdragon 6 Gen 3 SoC অথবা Snapdragon 7s Gen 2 চিপসেট থাকতে পারে। দুটি ফোনই লেটেস্ট One UI 7 সফটওয়্যারে চলবে ও ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সমর্থন করবে বলে জল্পনা চলছে৷