মোবাইল

৭ হাজার টাকার কমে Redmi সহ সেরা তিন স্মার্টফোন, পাবেন ১২ জিবি র‌্যাম সহ বড় ব্যাটারি

Published on:

Best smartphone under 7000 rupees redmi infinix moto

বাজারে কম দামে অনেক ভালো ফোন উপস্থিত। তবে বাজেট যদি ৭,০০০ টাকা হয় তাহলে অনেকের পক্ষে সেরা মডেল বেছে নেওয়া কঠিন। কিন্তু এই রেঞ্জেও ভালো স্মার্টফোন পাওয়া যায়। এই প্রতিবেদনে আমরা ৭,০০০ টাকার কম দামের ৩টি সেরা স্মার্টফোনের বিষয়ে বলবো। তবে দাম কম হলেও এগুলিতে দুর্দান্ত ফিচার আছে। এই ফোনগুলিতে 12 জিবি পর্যন্ত র‌্যাম, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং বড় ব্যাটারি দেওয়া হয়েছে যা ২ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে।

Infinix SMART 9 HD

আইফোনের মতো ব্যাক ক্যামেরা সহ আসা এই ইনফিনিক্স ফোনটি আপনি মাত্র ৬,৬৯৯ টাকায় কিনতে পারবেন। ইউনিসোক টি৬০৬ প্রসেসর চালিত এই ডিভাইসে মোট ৬ জিবি (৩ জিবি ইনস্টল এবং ৩ জিবি ভার্চুয়াল) র‌্যাম পাওয়া যাবে। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ডুয়াল এআই ক্যামেরা, ব্যাক প্যানেলে এলইডি রিং ফ্ল্যাশ এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Moto G05

মিডিয়াটেক হেলিও জি৮১ এক্সট্রিম প্রসেসরের এই মোটোরোলা ফোনটি মোট ১২ জিবি পর্যন্ত র‌্যাম অফার অরে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি দুই দিনের ব্যাটারি লাইফ দেবে। মোটো জি০৫ মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত যেখানে পোর্ট্রেট মোড এবং অটো নাইট ভিশনের মতো ফিচার রয়েছে। সেলফির জন্য ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। স্মার্টফোনটি ফ্লিপকার্ট থেকে ৬,৯৯৯ টাকায় কেনা যাবে।

Redmi A3x

এই রেডমি ফোনটির দামও ৭,০০০ টাকার কমে। ফ্লিপকার্ট থেকে এই ডিভাইসটি আপনি ৬,৬২৫ টাকায় কিনতে পারবেন। এতে HD+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে। স্মার্টফোনটি ইউনিসোক টি৬০৩ প্রসেসর দ্বারা চালিত এবং ৪ জিবি হার্ডওয়্যার এবং ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম পাওয়া যাবে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল।