মোবাইল

ওয়াটারপ্রুফ এবং হাত থেকে পড়লেও ভাঙবে না, Realme C75x অতি সস্তায় ২৪ জিবি র‌্যাম সহ লঞ্চ হল

Published on:

Realme c75x launched with 24gb ram 50mp camera

রিয়েলমি সম্প্রতি দুর্দান্ত ফিচার এবং জল প্রতিরোধী বিল্ড কোয়ালিটি সহ লঞ্চ করেছে Realme C75x স্মার্টফোন। এর দাম ১১ হাজার টাকার কাছাকাছি। বর্তমানে ইন্দোনেশিয়ার বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে। এটি দুটি কালার অপশন এবং একটি স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে। এই ডিভাইসে ডুয়েল আইপি রেটিং ফিচার উপস্থিত। আবার হঠাৎ করে হাত থেকে পড়ে গেলেও Realme C75x ভেঙে যাবে না। কারণ এর সাথে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন পাওয়া যাবে। আসুন এর দাম ও স্পেসিফিকেশনে জেনে নেওয়া যাক।

Realme C75x এর দাম এবং উপলব্ধতা

ইন্দোনেশিয়ায় রিয়েলমি সি৭৫এক্স এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে আইডিআর ২,১৯৯,০০০ টাকা, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৬০০ টাকা। কোরাল পিঙ্ক এবং ওশেনিক ব্লু এই দুটি কালারে পাওয়া যাবে ডিভাইসটি। ফোনটির প্রথম সেল হবে ২০২৫ সালের ৩ মার্চ থেকে।

Realme C75x এর ফিচার ও স্পেসিফিকেশন

রিয়েলমি সি৭৫এক্স স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও জি৮১ আল্ট্রা প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০ কাস্টম স্কিন পাওয়া যাবে। এতে রয়েছে ২৪ জিবি র‌্যাম (৮ জিবি বিল্ট-ইন র‌্যাম ও ১৬ জিবি ভার্চুয়াল র‌্যাম) এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।

রিয়েলমি সি৭৫এক্স এর সামনে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে, যা ৫০০ নিটস ব্রাইটনেস, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য বড় ৫৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৪৫ ওয়াট চার্জিং সমর্থন করে।

Realme C75x ফোনটি এসজিএস মিলিটারি-গ্রেড শক প্রতিরোধের রেটিং সহ এসেছে। আর জল ও ধুলো প্রতিরোধী ডুয়েল আইপি রেটিং (IP68+IP69) বডি এতে আছে। এই স্মার্টফোনে মিনি ক্যাপসুল ৩.০, এআই ক্লিয়ার ফেস, এআই স্মার্ট লুপ এবং গুগল জেমিনি সহ বিভিন্ন এআই ফিচার পাওয়া যাবে।