অটোকার

হোন্ডার শোরুমে ঢুকছে Activa ইলেকট্রিক স্কুটার, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়

Published on:

Honda Activa electric scooter dispatch starts delivery next week

বিপুল জনপ্রিয় অ্যাক্টিভা স্কুটারের ইলেকট্রিক ভার্সন, Activa e: জানুয়ারিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে লঞ্চ হয়েছে। বুকিং শুরু হয়েছিল আগেই। এবার এই বৈদ্যুতিক স্কুটারটি শোরুমে পৌঁছনোর দৃশ্য সামনে এল। পেট্রল মডেলের থেকে ইলেকট্রিক ভার্সন বেশ দামি, কারণ এর মূল্য ১.১৭ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে (এক্স-শোরুম)। বেস ভার্সন ছাড়াও একটি টপ মডেলও লঞ্চ করেছে হোন্ডা।

ডিজাইন

শোরুমে Activa e: এর যে মডেলটি নিয়ে যাওয়া হচ্ছিল তা পার্ল ইগনিস ব্ল্যাক কালারের। এটি আকর্ষণীয় দেখতে এবং ডিজাইন বেশ স্পোর্টি। বডি প্যানেলে কোনও কাট বা ক্রিজ নেই। সামনের অ্যাপ্রোনের উপর এলইডি হেডল্যাম্প রয়েছে। স্কুটারটির হ্যান্ডেলবারে এলইডি ডেটাইম রানিং লাইট মাউন্ট করা হয়েছে।

স্পেসিফিকেশন: ব্যাটারি, মোটর, রেঞ্জ, স্পিড

হোন্ডা অ্যাক্টিভা ই ডুয়াল রিমুভেবল ব্যাটারি এবং একটি পার্মানেন্ট ম্যাগনেট মোটর সহযোগে এসেছে। স্কুটারটি ৬ কিলোওয়াট পাওয়ার ও ২২ এনএম টর্ক তৈরি করে। প্রতিটি ব্যাটারির ১.৫ কিলোওয়াটের। সম্পূর্ণ চার্জে ১০২ কিমি রেঞ্জ দেবে, যা দামের বিচারে এই সেগমেন্টে সবচেয়ে কম। টপ স্পিড ৮০ কিমি/ঘন্টা। আবার ৭.৩ সেকেন্ডে ০ কে ৪০ কিমি/ঘণ্টা গতি তুলতে সক্ষম। এতে তিনটি রাইডিং মোড রয়েছে – ইকো, স্ট্যান্ডার্ড এবং স্পোর্ট।

ফিচার্স

অ্যাক্টিভা ইলেকট্রিকের বেস মডেলে বেস মডেলে পাঁচ ইঞ্চি টিএফটি কনসোল থাকলেও, প্রিমিয়াম ভার্সনে একটি সাত ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। Honda Activa e: ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল ও এসএমএস এলার্ট অফার করে। এছাড়াও, ব্যাটারি সোয়াপ লোকেশন ফাইন্ড, মিউজিক কন্ট্রোল, জিপিএস ট্রাকিং, ও ভেহিকেল হেলথ চেকিং বৈশিষ্ট্য রয়েছে।