মুখ্য সংবাদ

Passport Apply Rules: পাসপোর্ট আবেদন করার নিয়মে বড় বদল, না মানলে বাতিল হবে এই পরিচয়পত্র

Published on:

Passport Apply rules changed birth certificate mandatory for these citizens

Passport Application in India: পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিল সরকার। সংশ্লিষ্ট নিয়মে আপডেট করা হয়েছে। নির্দিষ্ট কিছু শ্রেণির নাগরিকদের জন্য এই নয়া নিয়ম বিশেষ ভাবে প্রযোজ্য। নতুন নিয়ম অনুসারে, ১ অক্টোবর, ২০২৩ তারিখে বা তার পরে জন্মগ্রহণকারী শিশুদের, তাদের জন্ম তারিখের একমাত্র প্রমাণ হিসাবে জন্মপ্রমাণ পত্র প্রদান করতে হবে।

এই পরিবর্তনটি জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০২৩ বাস্তবায়নের অধীনে করা হয়েছে। জানানো হয়েছে যে, যাচাইকরণ প্রক্রিয়াটিকে আরও সহজ এবং সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে এই পরিবর্তন।

তবে, ১ অক্টোবর, ২০২৩ এর আগে জন্মগ্রহণকারীদের জন্য নিয়মে কোনও পরিবর্তন নেই। সেই সব আবেদনকারীরা জন্মের প্রমাণ হিসাবে স্কুল ছাড়ার শংসাপত্র, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পরিষেবা রেকর্ড-এর মতো বিকল্প নথির ব্যবহার চালিয়ে যেতে পারবেন।

পাসপোর্ট আবেদনকারীদের জন্য নতুন নিয়ম কী?

পাসপোর্টের নতুন নিয়ম অনুসারে, যারা ১ অক্টোবর, ২০২৩ তারিখে বা তার পরে জন্মগ্রহণ করবেন, তাদের জন্মপ্রমাণ পত্র হিসাবে কেবলমাত্র পৌর কর্পোরেশন, জন্ম ও মৃত্যু নিবন্ধক, অথবা জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ১৯৬৯ এর অধীনে অনুমোদিত কোনও সংস্থা কর্তৃক জারি করা নথি গ্রহণযোগ্য হবে। বলা হয়েছে, নতুন নিয়মটি সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার পর কার্যকর হবে।

সরকার পাসপোর্টের ফর্ম্যাট এবং নিরাপত্তা বৈশিষ্ট্যগুলিতেও বেশ কিছু পরিবর্তন করেছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য আপডেট হল, পাসপোর্টের শেষ পৃষ্ঠা থেকে আবেদনকারীর আবাসিক ঠিকানা সরিয়ে ফেলা।

এর পাশাপাশি, পাসপোর্টের জন্য একটি নতুন রঙ-কোডেড সিস্টেম চালু করেছে সরকার। সরকারি কর্মকর্তাদের জন্য সাদা পাসপোর্ট জারি করা হবে, কূটনীতিকদের জন্য লাল পাসপোর্ট জারি করা হবে এবং সাধারণ নাগরিকদের জন্য নীল পাসপোর্টই থাকবে।