মুখ্য সংবাদ

নতুন প্রতারণায় সর্বস্ব হারাচ্ছে গ্রাহকরা, সাবধান করল SBI

Published on:

State Bank of India warning for bankers beware of deepfakes video

গ্রাহক এবং সাধারণ জনগণের কাছে সোশ্যাল মিডিয়ায় বৃদ্ধি পাওয়া ডিপফেক ভিডিয়োগুলির উৎপাত সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। এই ভিডিয়োগুলিতে SBI-এর শীর্ষ ব্যবস্থাপনাকে মিথ্যাভাবে দেখানো হয়েছে বলে জানিয়েছে ব্যাংক। ভিডিয়োতে বিনিয়োগ প্রকল্প চালু বা অনুমোদন করার দাবি করা হয়েছে।

এদিন, SBI স্পষ্ট করে জানিয়েছে যে, তারা বা তাদের শীর্ষ কর্মকর্তারা এই ধরনের প্রতারণামূলক কার্যকলাপ সমর্থন করে না বা এমন কোনও পরিষেবা দেয়না। এসবিআই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছে, যেখানে ব্যাংক গ্রাহকদের ডিপফেক ভিডিয়ো সম্পর্কে সাবধান করেছে।

SBI এর সতর্ক বার্তা

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তার সকল গ্রাহক এবং সাধারণ জনগণকে সতর্ক করে বলেছে, “ তাদের শীর্ষ ব্যবস্থাপনার ডিপফেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে, যেখানে কিছু বিনিয়োগ প্রকল্প চালু করার দাবি করা হচ্ছে।”

“এই ভিডিয়োগুলিতে প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করে জনগণকে এই ধরণের প্রকল্পে তাদের অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

“আমরা স্পষ্ট করে বলছি যে, এসবিআই বা এর কোনও শীর্ষ কর্মকর্তা অবাস্তব বা অস্বাভাবিকভাবে উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে এমন কোনও বিনিয়োগ প্রকল্প অফার বা সমর্থন করেন না। তাই জনসাধারণকে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এই ধরণের ডিপফেক ভিডিয়োতে জড়িত হওয়ার এবং তার শিকার হওয়ার বিরুদ্ধে সতর্ক করা হচ্ছে।”

ডিপফেক ভিডিয়ো কী?

ডিপফেক ভিডিয়ো মূলত উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়। যেখানে কোনও এক ব্যক্তির ছবি, কণ্ঠস্বর এবং ফুটেজ ব্যবহার করে অত্যন্ত বাস্তবসম্মত ভিডিয়ো তৈরি করা হয় কিন্তু আদতে তা সম্পূর্ণ ভুয়ো। প্রতারকরা এই প্রযুক্তি ব্যবহার করে বিশিষ্ট ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধারণ করে প্রতারণা বা মিথ্যা তথ্য প্রচার করে থাকে, যা থেকে সকল স্মার্টফোন ব্যবহারকারীদের সাবধান থাকা উচিত।