টেলিকম

Netflix সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে, Airtel, Jio ও Vi গ্রাহকদের ফায়দা

Published on:

Get free Netflix mobile basic subscription jio airtel vi recharge plans

নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন ভারতে যথেষ্ট ব্যয়বহুল। তবে বেশ কয়েকটি প্রিপেড রিচার্জ প্ল্যানের সাথে টেলিকম সংস্থাগুলি বিনামূল্যে Netflix দেখার সুবিধা দেয়। তাই আপনি যদি বিনামূল্যে Netflix সাবস্ক্রিপশন চান চাহলে, Vi, Jio, এবং Airtel-এর প্ল্যানগুলি রিচার্জ করতে পারেন। আসুন এই প্রিপেড প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Airtel ফ্রি Netflix রিচার্জ

এয়ারটেল গ্রাহকরা ১৭৯৮ টাকার প্ল্যান রিচার্জ করলে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাবেন। এই প্ল্যানে ৮৪ দিনের ভ্যালিডিটি সহ সমস্ত রোজ ৩ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা আছে। ব্যবহারকারীরা প্রতিদিন ১০০ টি এসএমএস এবং এয়ারটেল থ্যাংকসের বেনিফিট পাবেন।

Vodafone Idea বিনামূল্যে Netflix প্ল্যান

আপনার যদি Vi নম্বর থাকে, তাহলে আপনাকে ১১৯৮ টাকার প্ল্যান রিচার্জ করতে হবে। এই প্ল্যানে ৭০ দিনের ভ্যালিডিটি সহ সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা এবং প্রতিদিন ২ জিবি দৈনিক ডেটা পাওয়া যায়। গ্রাহকরা রোজ ১০০টি এসএমএস পাঠাতে পারবেন এবং এখানে নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন দেওয়া হয়।

Jio-র Netflix মোবাইল প্ল্যান

রিলায়েন্স জিও ৮৪ দিনের বৈধতা সহ আসা ১,২৯৯ টাকার প্ল্যানের সাথে নেটফ্লিক্স মোবাইল সাবস্ক্রিপশন অফার করে। এখানে ২ জিবি দৈনিক ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পাঠানোর সুবিধা আছে।

Jio-র নেটফ্লিক্স বেসিক প্ল্যান

আপনি যদি জিও গ্রাহক হন এবং নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন চান তাহলে ১৭৯৯ টাকার প্ল্যান বেছে নিন। এখানে রোজ ৩ জিবি ডেটা এবং ৮৪ দিনের নেটফ্লিক্স বেসিক সাবস্ক্রিপশন পাওয়া যায়। অর্থাৎ এখানে ল্যাপটপ এবং স্মার্ট টিভিতে ওটিটি কনটেন্ট দেখা যাবে।