মোবাইল

নেটওয়ার্ক ছাড়াই ভয়েস চ্যাটিং, Xiaomi ও Poco ফোনে এল চমৎকার HyperOS আপডেট

Published on:

These Xiaomi poco smartphones phone tablets receiving hyperos 2 1 software update

আপনি যদি Xiaomi স্মার্টফোন ব্যবহার করেন তাহলে সুখবর। আসলে শাওমি একাধিক স্মার্টফোনের জন্য নতুন HyperOS 2.1 আপডেট রোল আউট শুরু করেছে। এই আপডেটের মাধ্যমে কয়েকটি নতুন ফিচার পাওয়া যাবে। নতুন আপডেট চারটি ফ্ল্যাগশিপ Xiaomi ফোন, একটি শাওমি ট্যাবলেট এবং দুটি Poco ফোনের জন্য এসেছে। নতুন আপডেটে নেটওয়ার্কলেস মোড যুক্ত করা হয়েছে, যা ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়াই ভয়েস চ্যাটিংয়ের সুবিধা দেবে।

এই সাতটি ডিভাইস HyperOS 2.1 আপডেট পাচ্ছে

– Xiaomi 14 Ultra

– Xiaomi 14T Pro

– Xiaomi 13 Pro

– Xiaomi Pad 6S Pro 12.4

– POCO X6 Pro 5G

– POCO F6

– Xiaomi 13 Ultra

আপনার কাছে যদি এই শাওমি ডিভাইসগুলির কোনও একটি থাকে তাহলে শীঘ্রই হাইপারওএস ২.১ আপডেট পাবেন। নতুন আপডেট এসেছে কিনা চেক করতে, প্রথমে ফোনের ‘সেটিংস’ অপশনে যান, এবার ‘অ্যাবাউট ফোন’ থেকে এবং হাইপারওএস লোগোতে ক্লিক করুন। এবার ‘চেক ফর আপডেটস’-এ ক্লিক করে দেখুন নতুন আপডেট এসেছে কিনা।

লেটেস্ট হাইপারওএস ২.১ আপডেটে নতুন কী রয়েছে

লেটেস্ট হাইপারওএস ২.১ সফ্টওয়্যার আপডেটে নতুন নেটওয়ার্কলেস মোড যোগ করা হয়েছে, যা ইন্টারনেট ছাড়াই ভয়েস চ্যাটিং করতে দেবে। এই ফিচারটি দুর্বল নেটওয়ার্ক কাভারেজ অঞ্চলে বসবাসকারী ব্যবহারকারীদের সাহায্য করবে।

এই আপডেট নতুন ডিজাইন করা অ্যালবাম লেআউট অফার করবে। সার্চ ফাংশনও আরও অ্যাডভান্স করা হয়েছে। সার্কেল টু সার্চ ফিচারের জন্য ইমেজ রিকগনিশন ক্যাপাবিলিটি বাড়িয়েছে শাওমি। গেমিং টুলবক্সে এখন পারফরম্যান্স ড্যাশবোর্ড দেখা যাবে।