গ্যাজেট

M4 চিপ সহ MacBook Air (2025) ল্যাপটপ লঞ্চ করল Apple, দাম কত দেখে নিন

Published on:

Apple MacBook Air 2025 launches with M4 chip price in india starts rs 99900

এক ধার দিয়ে পর পর নতুন ডিভাইস লঞ্চ করে চলেছে Apple। আইফোন, আইপ্যাডের পর এদিন লঞ্চ হল নতুন MacBook Air (২০২৫)। দু’রকম স্ক্রিন সাইজ রয়েছে এই ল্যাপটপের, মিলবে আপডেটের M4 প্রসেসর। রেটিনা ডিসপ্লের পাশাপাশি ১৬ জিবি পর্যন্ত RAM পাওয়া যাবে এই ডিভাইসে। আর কী কী ফিচার রয়েছে এবং কত দাম পাওয়া যাবে চলুন জেনে নেওয়া যাক।

MacBook Air (2025) ভারতে দাম

ভারতে আপডেটেড MacBook Air এর দাম শুরু ৯৯,৯০০ টাকা থেকে। এই বেস মডেলে ১৬ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। বড় ভ্যারিয়েন্ট বা ১৫ ইঞ্চির ল্যাপটপের দাম ১,২৪,৯০০ টাকা, যেখানে ১৬ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। প্রি-অর্ডার ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ভারতে বিক্রি শুরু হবে ১২ মার্চ থেকে।

MacBook Air (2025) স্পেসিফিকেশন

১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি এই দুই সুপার রেটিনা ডিসপ্লে ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ল্যাপটপটি। রয়েছে আপডেটেড M4 প্রসেসর, চারটি পারফরম্যান্স কোর এবং চারটি এফিসিয়েন্সি কোর সমন্বিত ১০ কোর সিপিইউ, সাথে একটি ১৬ কোর নিউরাল ইঞ্জিন এবং একটি ৮ কোর GPU।

এই ল্যাপটপে হার্ডওয়্যার-অ্যাক্সিলারেটেড রে ট্রেসিংয়ের সুবিধা পাওয়া যাবে। ব্যবহারকারীরা ২৪ জিবি পর্যন্ত RAM এবং ২ টিবি পর্যন্ত SSD স্টোরেজ রাখতে পারবেন। অন্যান্য ফিচারের মধ্যে আছে Wi-Fi 6E এবং ব্লুটুথ ৫.৩, দুটি থান্ডারবোল্ট ৪/USB ৪ পোর্ট, একটি ম্যাগসেফ ৩ চার্জিং পোর্ট, টাচ আইডি বাটন, একটি ফোর্স টাচ ট্র্যাকপ্যাড যা ফোর্স ক্লিক এবং মাল্টি-টাচ জেসচার সমর্থন করে।

১৩ ইঞ্চি ম্যাকবুক এয়ারে ৫৩.৮ ওয়াট আওয়ার লিথিয়াম-পলিমার ব্যাটারি এবং ৭০ ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে। যদিও বক্সে ৩০ ওয়াট ইউএসবি টাইপ-সি পাওয়ার অ্যাডাপ্টার মিলবে। ১৫ ইঞ্চি সংস্করণে রয়েছে ৬৬.৫ ওয়াট আওয়ারের ব্যাটারি, যা ১৫ ঘন্টা পর্যন্ত ওয়েব ব্রাউজিং এবং ১৮ ঘন্টা পর্যন্ত ভিডিয়ো প্লেব্যাক দিতে পারবে।