মোবাইল

হোলি উপলক্ষে দারুন অফার, ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi স্মার্টফোনে ফাটাফাটি ছাড় দিচ্ছে Xiaomi

Published on:

Xiaomi holi sale offer 200 megapixel redmi note 13 Pro Smartphone discount price

সামনেই আসছে হোলি। এই উৎসব উপলক্ষে নানা অফার নিয়ে হাজির হয়েছে স্মার্টফোন ব্র্যান্ডগুলি। তেমনই একটি অফার এনেছে শাওমি, যেখানে সদ্য লঞ্চ হওয়া Redmi Note 14 থেকে শুরু করে গত বছরের Redmi Note 13 Pro, যেখানে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, সেই ফোনের উপর আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। উক্ত ফোনগুলি ছাড়াও কম দামি ৫জি ও ৪জি স্মার্টফোনের উপরও ছাড় রয়েছে।

হোলি উপলক্ষে শাওমির অফার

Redmi Note 14

কম দামে Redmi সিরিজের সর্বশেষ মডেলটি কিনতে পারবেন। ১৮,৯৯৯ টাকা দামের Redmi Note 14 এর ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি শাওমি হোলি সেলে ১৭,৯৯৯ টাকায় উপলব্ধ। অর্থাৎ ১,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে। এছাড়াও, আপনি এক্সচেঞ্জ অফার এবং অন্যান্য ছাড়ের সুবিধা পেতে পারেন।

Redmi Note 13C

এই বাজেট-ফ্রেন্ডলি ডিভাইসটি ৭,৪৯৯ টাকার কিনতে পারবেন। বর্তমানে ৭,৯৯৯ টাকার তালিকাভুক্ত এই ফোনটি হোলির জন্য ৫০০ টাকার ছাড়-সহ পাওয়া যাবে। এতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, একটি বড় ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে এবং একটি শক্তিশালী ৫০০০mAh ব্যাটারি।

Redmi Note 13 Pro

এই হোলি সেলে আপনি বেশ কম দামে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 13 Pro কিনতে পারবেন। এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি অ্যামাজনে মাত্র ১৮,৬৫৯ টাকায় পাওয়া যাচ্ছে। সাথে ১,০০০ টাকার ব্যাংক ছাড়ও রয়েছে। ফ্লিপকার্টে, এই ভ্যারিয়েন্টটির দাম ২১,৯৯৯ টাকা। পাশাপাশি, ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে এক্সচেঞ্জ বিকল্প-সহ অন্যান্য অফারও আছে।