Acer মূলত কম্পিউটর মনিটর, ট্যাবলেট, সিপিইউ, ল্যাপটপ, সহ নানা অ্যাক্সেসরিজ তৈরির জন্য ভারতে পরিচিত। আবার একটা সময় এ দেশে মোবাইল ফোনও বিক্রি করেছে তারা। কিন্তু সেভাবে জনপ্রিয় হতে পারেনি। অনেক বছর পর এবার নতুন ভাবে স্মার্টফোন মার্কেটে প্রত্যাবর্তন ঘটছে সংস্থাটির। Acer ভারতে তাদের নতুন ফোনের লঞ্চ ডেট ঘোষণা করেছে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।
Acer-এর স্মার্টফোন মার্চে ভারতে আসছে
এসার একটি অফিসিয়াল টিজারের মাধ্যমে নিশ্চিত করেছে যে, তাদের আসন্ন স্মার্টফোনগুলি ভারতে ২৫শে মার্চ লঞ্চ হবে। টিজার পোস্টারে বহুবচন ব্যবহারের অর্থ হল একটার বেশি ফোন আনছে তারা। প্রাথমিকভাবে ২০২৪ সালের শেষের দিকে লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু এখন আসতে চলেছে। পোস্টারের প্রোমোতে “দ্য নেক্সট হরাইজন” স্লোগান ব্যবহার করছে এসার। অর্থাৎ ফিচার্স বা টেকনোলজিতে প্রচুর চমক থাকবে বলে আশা রাখা যায়।
এসার এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই ফোনগুলির নাম প্রকাশ করেনি, তবে এগুলি সম্ভবত বাজেট থেকে শুরু করে মিড-রেঞ্জ হ্যান্ডসেট হবে বলে অনুমান করা হচ্ছে। দাম ১৫,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে থাকতে পারে। উল্লেখ্য, Acerone Liquid S162E4 এবং Acerone Liquid S272E4 মডেল নম্বরের দুটি ফোন সম্প্রতি এসার ইন্ডিয়ার ওয়েবসাইটে লিস্টেড হয়েছে।
ওই ফোন দুটিই ভারতে লঞ্চ হবে কিনা, সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। শুধু এটুকু জানা গিয়েছে যে, এসারের ফোন আমাজন ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া যাবে। দেশের বাজারে Xiaomi, Realme, Oppo, Vivo, OnePlus এবং Infinix, Tecno-এর মতো চীনা ব্র্যান্ডগুলির সঙ্গে প্রতিযোগিতা চলবে এসারের। পাশাপাশি Nothing এবং Samsung-কেও টেক্কা দিতে পারে।