মোবাইল

কম দামে ক্রেতাদের খুশি করবে Realme 14 5G, লঞ্চের আগেই প্রচুর তথ্য ফাঁস হয়ে গেল

Published on:

realme-14-5g-ram-storage-colour-options-leak-global-launch-soon

বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম, এই বছরের প্রথম দুই মাসে বিভিন্ন সেগমেন্টে একাধিক স্মার্টফোন বাজারে এনেছে রিয়েলমি। আবার আগামী কয়েক মাসে কী কী মডেল লঞ্চ হবে সেই পরিকল্পনাও করে রেখেছে কোম্পানিটি। সংস্থার আসন্ন দুই ফোন Realme 14 5G ও Realme P3 5G খুব শীঘ্রই প্রকাশ হবে বলে আশা করা হচ্ছে। এখন অনলাইনে Realme 14 5G-এর মেমরি অপশন এবং রঙের বিকল্পগুলি ফাঁস হয়েছে।

Realme 14 5G ভেরিয়েন্ট ও কালার অপশন

মাইস্মার্টপ্রাইসের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, Realme 14 5G এর গ্লোবাল সংস্করণ ৮ জিবি র‍্যাম এবং ১২ জিবি র‍্যাম ভেরিয়েন্টে উপলব্ধ হবে। উভয় মডেলই স্ট্যান্ডার্ড হিসেবে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ উপলব্ধ হবে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে, রিয়েলমির এই আসন্ন স্মার্টফোন সিলভার, পিঙ্ক এবং টাইটানিয়াম কালার অপশনে পাওয়া যাবে।

অন্যান্য স্পেসিফিকেশন

উল্লেখ্য, RMX5070 মডেল নম্বর সহ Realme 14 5G ইতিমধ্যেই গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম ও টিইউভি সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। এই লিস্টিং থেকে জানা গিয়েছে যে, স্মার্টফোনটিতে Snapdragon 6 Gen 4 চিপসেট, Android 15 অপারেটিং সিস্টেম, এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। মজার বিষয় হল বেশ কিছু সূত্রের দাবি, Realme 14 5G আসলে Realme Neo 7x 5G-এর রিব্র্যান্ডেড সংস্করণ , যার মডেল নম্বর RMX5071।

ফিচার্স ও দাম (সম্ভাব্য)

জল্পনা সত্যি হলে, নতুন এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুলএইচডি+ রেজোলিউশন অফার করবে। এতে ফটোগ্রাফির জন্য, ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল-ক্যামেরা সিস্টেম এবং একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। Realme 14 5G এর দাম ১৫,০০০ টাকা থেকে শুরু হতে পারে। আর টপ ভেরিয়েন্টের দাম ২০,০০০ টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়।