প্রসেসর-ক্যামেরা মুগ্ধ করবে, অসাধারণ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল রিয়েলমি

Realme P3 Ultra নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে যে সব জল্পনা চলছিল তার অবসান ঘটল। রিয়েলমির ভারতীয় শাখা আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটির লঞ্চ নিশ্চিত করেছে। এটি Realme P3 লাইনআপের সবথেকে শক্তিশালী মডেল হিসেবে আসবে ও P3 Pro ভেরিয়েন্টের উপরে স্থান পাবে। Realme P সিরিজে ইতিমধ্যেই P3 Pro এবং P3x যুক্ত করেছে। সংস্থা নতুন ডিভাইসটির লঞ্চের তারিখ এখনও ঘোষণা না করলেও, বেশ কিছু আকর্ষণীয় তথ্য প্রকাশ করেছে।

Realme P3 Ultra-র প্রথম টিজার প্রকাশ্যে এল

রিয়েলমির প্রকাশিত প্রথম পোস্টারে পি৩ আল্ট্রার ডিজাইনের এক ঝলক দেখানো হয়েছে। ধূসর রঙের এই স্মার্টফোনটিতে ফ্ল্যাট এজেস, একটি ভলিউম রকার এবং ডানদিকে কমলা রঙের একটি পাওয়ার বাটন রয়েছে। উপরের দিকে ফোনটির বাম কোণে একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে, যা ইঙ্গিত দেয় যে, এতে রিয়েলমি পি৩ প্রো-র মতো গোলাকার ক্যামেরা মডিউল থাকবে না।

আরেকটি পোস্টারে কোম্পানি নিশ্চিত করেছে যে, রিয়েলমি পি৩ আল্ট্রা ডিজাইন, ক্যামেরা এবং পারফরম্যান্সের মতো দিকগুলিতে মুগ্ধ করবে। তবে, গোপনীয়তা বজায় রাখতে ব্র্যান্ডটি আসন্ন ফোনটির ফিচার্স সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। শুধু টিজারে ফোনের পাশে ছোট করে ৫জি লিখে রেখেছে, যার অর্থ এটি ফাইভ-জি কানেক্টিভিটি সমর্থন করবে।

Realme P3 Ultra সম্পর্কে কী কী জানা গিয়েছে

সম্প্রতি গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম থেকে ফোনটির হার্ডওয়্যার স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল৷ এতে Dimensity 8350 প্রসেসর, ১২ জিবি র‍্যাম, এবং Android 15 অপারেটিং সিস্টেম থাকতে চলেছে। উল্লেখ্য, বর্তমানে Realme P3 Pro এর টপ ভেরিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা, যার ফলে P3 Ultra-র মূল্য ৩০,০০০ টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি এই মাসেই আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হবে।