গত কয়েক সপ্তাহে বাজারে একাধিক 5G স্মার্টফোন পা রেখেছে। আর ডিভাইসগুলির দামও বেশি নয়। তাই আপনি যদি সস্তায় নতুন 5G ফোন নিতে চান তাহলে এদের মধ্যে থেকে যেকোনো একটি বেছে নিতে পারেন। এই প্রতিবেদনে আমরা এমন পাঁচটি 5G হ্যান্ডসেট সম্পর্কে বলবো যেগুলো অ্যামাজনে ১০ হাজার টাকার কম দামে পাওয়া যাচ্ছে। লিস্টে Samsung, Tecno এবং iQOO এর মতো ব্র্যান্ডের স্মার্টফোন আছে।
অ্যামাজনে ১০,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন
Samsung Galaxy M06 5G
কিছুদিন আগেই ভারতে এই ফোনটি লঞ্চ করেছে স্যামসাং। এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি অ্যামাজনে ৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এর সাথে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের পাওয়া যাচ্ছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। সাথে আছে বড় এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি তিন বছর পর্যন্ত ওএস আপডেট পাবে।
iQOO Z9 Lite 5G
আইকো জেড৯ লাইট ৫জি এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজনে ১০,৪৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। আবার ব্যাঙ্ক অফারের সুবিধা গ্রহণ করলে, ফোনটি ৯,৪৯৯ টাকায় কেনা যায়। এর সাথে এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে। এতে পাওয়া যাবে বড় ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।
Redmi A4 5G
রেডমি এ৪ ৫জি এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজনে ৮,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ চিপসেট আছে। এর পাশাপাশি ৬.৮৮-ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।
Tecno POP 9 5G
ফোনটির ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজনে ৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেটের সাথে এসেছে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ ব্যাটারি রয়েছে। এচে NFC সাপোর্ট করে।
Lava Blaze 2 5G
লাভার স্মার্টফোনটি ৯,২৯০ টাকায় অ্যামাজনে তালিকাভুক্ত আছে। এই মূল্য ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এই ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ চিপসেট, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি।