মুখ্য সংবাদ

৫ কোটির বেশি মানুষ ডাউনলোড করেছিল এই বিপদজনক অ্যাপগুলি, প্লে স্টোর থেকে সরালো Google

Published on:

Google removes many apps from play store for advertisement scam

গুগল ফের প্লে স্টোর থেকে একাধিক অ্যাপ সরিয়ে দিল। ক্ষতিকারক বিজ্ঞাপন দেখানোর কারণে অ্যাপগুলিকে নিষিদ্ধ করেছে গুগল। ইতিমধ্যেই এই প্রতারণামূলক অ্যাপগুলি ৫৬ মিলিয়নেরও (৫.৬ কোটি) বেশিবার ডাউনলোড করা হয়েছে। ফোর্বসের এক রিপোর্টে বলা হয়েছে, সমস্যা খুঁজে পাওয়ার পর অ্যাপগুলির জন্য সিকিউরিটি প্যাচ আনে গুগল। তবে, সমস্যা পুরোপুরি সমাধান না হওয়ায়, গুগলের কাছে প্লে স্টোর থেকে এই অ্যাপগুলিকে সরিয়ে ফেলা ছাড়া আর কোনও বিকল্প পথ ছিল না।

এভাবে বিজ্ঞাপন দেখিয়ে জালিয়াতি করত অ্যাপগুলি

রিপোর্টে আরও বলা হয়েছে, বিজ্ঞাপন দেখিয়ে ব্যবহারকারীদের সাথে জালিয়াতি করলেও অ্যাপগুলিতে কোনো ম্যালওয়্যার খুঁজে পাওয়া যায়নি। এই অ্যাপগুলি ডেটা চুরি বা ডিভাইসের ক্ষতি করার পরিবর্তে বিজ্ঞাপন দেখিয়ে ব্যবহারকারীদের কোনো ভুয়ো পরিষেবার সাবস্ক্রিপশন নিতে বাধ্য করতো।

আরও পড়ুন:  বাজার কাঁপিয়ে Xiaomi প্রথম OLED ট্যাবলেট আনছে, থাকবে 24 জিবি র‍্যাম ও 120W চার্জিং

ডেভেলপাররা এমন ভাবে অ্যাপগুলি বানিয়েছিল যে, কোনো ব্যবহারকারী যখন অ্যাপটি ডাউনলোড করে কোনো পরিষেবা নিতে চাইবে তখন স্কিপ না করতে পারা বিজ্ঞাপন দেখতে থাকবে। তিনি বিরক্ত হয়ে বিজ্ঞাপনে ক্লিক করার পর কোনো একটি ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হবে এবং সেখানে সাবস্ক্রিপশন নেওয়ার জন্য বলা হবে।

এই পরিকল্পনা বাস্তবায়িত করতে ডেভেলপাররা বিভ্রান্তিকর অ্যাপ তৈরি করে জনপ্রিয় ক্যাটাগরিতে দেখাতো।ব্যবহারকারীরা প্রয়োজনী মেটানোর জন্য অজান্তেই এসব অ্যাপ ডাউনলোড করার পর বিপদে পড়তো। এমনকি অ্যাপগুলি গুগল প্লে প্রোটেক্টকেও বাইপাস করতে সক্ষম ছিল বলে জানা গেছে। তাই আপনার ফোনে যদি এই ধরনের কোনও অ্যাপ থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সেগুলি আনইনস্টল বা ডিলিট করে দিন।