মোবাইল

সবচেয়ে সস্তায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy S24 ও Galaxy S24 Plus, কোন মডেলটি ভালো হবে

Published on:

Samsung Galaxy S24 galaxy S24 Plus price drop discount offer which model will be better

চলতি বছরের শুরুতে Galaxy S25 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে Samsung, যে কারণে এখন সস্তায় পাওয়া যাচ্ছে পূর্বসূরি অর্থাৎ গ্যালাক্সি এস২৪ সিরিজের ডিভাইসগুলি। এই মুহূর্তে Galaxy S24 এবং Galaxy S24 Plus উভয়ই বিশেষ ছাড়ের পরে অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে কম দামে বিক্রি হচ্ছে। আসুন এই ডিভাইসগুলি কত দামে কেনা যাবে জেনে নেওয়া যাক।

অতি সস্তায় কিনুন Samsung Galaxy S24 সিরিজ

স্যামসাং গ্যালাক্সি এস২৪ এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৫৬,৯০০ টাকায় অ্যামাজনে তালিকাভুক্ত আছে। আর ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ গ্যালাক্সি এস২৪ প্লাস (কোবাল্ট ভায়োলেট) বাম্পার ডিসকাউন্ট সহ ৫৯,৮৮৯ টাকায় কেনা যাবে।

কোন ডিভাইসটি কিনলে ভালো হবে?

আপনি যদি বড় ডিসপ্লে এবং বড় ব্যাটারি চান তবে গ্যালাক্সি এস২৪ প্লাস একটি ভাল বিকল্প হতে পারে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং QHD+ রেজোলিউশনের ৬.৭-ইঞ্চি AMOLED ডিসপ্লে আছে। অন্যদিকে গ্যালাক্সি এস২৪ মডেলে ৬.১-ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে উপস্থিত। উভয়েরই ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান এবং পারফরম্যান্সের জন্য এক্সিনস ২৪০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ব্যাটারির কথা বললে, Galaxy S24 মডেলে দেওয়া হয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তুলনায়, Galaxy S24 Plus ফোনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। উভয় ডিভাইসে রয়েছে স্টেরিও স্পিকার এবং ইউএফএস ৪.০ স্টোরেজ। এক্ষেত্রে আপনি যদি কমপ্যাক্ট সাইজের ডিভাইস খুঁজে থাকেন তাহলে এস২৪ আদর্শ হতে পারে।