আগামী শুক্রবার রঙের উৎসব দোল। আর দোল খেলার সময় সবচেয়ে বড় চিন্তা হল ফোনে জল লেগে নষ্ট হয়ে যাওয়ার। তবে আপনার কাছে আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিংয়ের মতো ওয়াটার প্রোটেকশন যুক্ত ফোন থাকলে এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাই আপনি যদি এই মুহূর্তে নতুন ফোন কিনতে চান এবং হোলি খেলার সময় সেরা ফটো এবং ভিডিওগুলি ক্যাপচার করতে চান তাহলে আমরা সাশ্রয়ী মূল্যের দুটি স্মার্টফোনের বিষয়ে বলবো।
বিশেষ বিষয় হল এই ফোন দুটি চলমান Flipkart Big Saving Days সেলে সেরা অফারের সাথে উপলব্ধ। এই সেল আগামী ১৩ মার্চ পর্যন্ত চলবে। আমাদের লিস্টে থাকা এই দুই ডিভাইস হল Realme Narzo 14x 5G এবং Motorola Edge 50। আপনি এই হ্যান্ডসেট দুটি সেলে ব্যাঙ্ক অফার, ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ বোনাস সহ কিনতে পারবেন।
Realme Narzo 14x 5G
রিয়েলমি নারজো ১৪এক্স ৫জি এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। সেল চলাকালীন এই ফোনটি আপনি ১,০০০ টাকা ব্যাঙ্ক অফার সহ কিনতে পারবেন। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ক্রেতারা ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এক্সচেঞ্জ অফারে, ১০,৬৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এতে আছে ৬.৬৭ ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে।
এর প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। এতে দেওয়া হয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য আছে ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট।
Motorola Edge 50
মোটোরোলা এজ ৫০ এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। এর সাথে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড়ে দেওয়া হবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এক্সচেঞ্জ অফারে ১৪,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। ফিচারের কথা বললে, এই ফোনে আছে আইপি৬৮ আন্ডারওয়াটার প্রোটেকশন। এর ডিসপ্লে সাইজ ৬.৬৭ ইঞ্চি।
ডিভাইসটির প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। এই স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।