মোবাইল

হোলি সেলে ১১ হাজার টাকা সস্তা Realme GT 6T 5G স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত রিয়ার ও সেলফি ক্যামেরা

Published on:

Realme GT 6T 5G holi sale discount offer 110000 price off amazon deal

রিয়েলমি হোলি উপলক্ষে বিশেষ সেলের ঘোষণা করেছে। এই সেলে সংস্থার ফোনগুলি কম দামে পাওয়া যাচ্ছে। এই সেলের অফারগুলি রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও ফ্লিপকার্ট ও অ্যামাজনে উপভোগ করা যাবে। এই সেলে Realme GT 6T 5G স্মার্টফোন ৭,০০০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। আবার ৩,০০০ টাকা ডিসকাউন্ট কুপন ও হাজার টাকা ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে। আসুন এরপর এই দুর্দান্ত ফিচারের ডিভাইসটি কত দামে পাওয়া যাবে দেখে নেওয়া যাক।

Realme GT 6T 5G ফোনের দাম ও অফার

রিয়েলমি জিটি ৬টি ৫জি এর ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৩৫,৯৯৯ টাকা। তবে এটি অ্যামাজনে কম দামে তালিকাভুক্ত আছে। এখন ফোনটি ২৮,৯৯৮ টাকায় কেনা যাবে। এর সাথে ৩,০০০ টাকা ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে। আবার ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে অতিরিক্ত ১,০০০ ছাড় পাওয়া যাবে।

Realme GT 6T 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি জিটি ৬টি ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশরেটের ৬.৭৭-ইঞ্চি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ৬০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লের রেজোলিউশন ২৭৮০x১২৬৪ পিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৪ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গেমিংয়ের সময় ফোন যাতে অতিরিক্ত গরম না হয় তাই শক্তিশালী কুলিং সিস্টেম উপস্থিত।

Realme GT 6T 5G

ফটোগ্রাফির জন্য Realme GT 6T 5G ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল সেন্সর ও ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।