Airtel সম্প্রতি নতুন উইকএন্ড ডেটা রোলওভার প্যাক নিয়ে এল বাজারে। এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের জন্য উইকএন্ড ডেটা রোলওভার সুবিধা প্রদান শুরু করেছে কোম্পানি। মাত্র ৫৯ টাকায় উইকএন্ড ডেটা রোলওভার প্যাক রিচার্জ করা যাবে। আপাতত, হরিয়ানা এবং উত্তর-পূর্বাঞ্চলের প্রিপেইড গ্রাহকদের জন্য এই সুবিধা চালু করেছে Airtel।
Airtel উইকএন্ড ডেটা রোলওভার প্ল্যান
উইকএন্ড ডেটা রোলওভার ব্যাপারটি ভারতের টেলিকম শিল্পে নতুন নয়! ভোডাফোন আইডিয়া বহুদিন আগেই এমন সুবিধা চালু করেছে। এবার এয়ারটেল সেই তালিকায় যোগ দিল। যারা এয়ারটেলের ডেটা সুবিধা-সহ কোনও আনলিমিটেড ভয়েস প্যাক ব্যবহার করছেন, তারা এটি রিচার্জ করতে পারেন।
এয়ারটেলের দাবি, আপনি যে রিচার্জ করেছেন সেখান থেকে যা ডেটা বাচবে তা শনিবার এবং রবিবার ব্যবহার করা যাবে। এর মানে হল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিটি দিনের শেষে যোগ্য প্যাকগুলি থেকে অব্যবহৃত দৈনিক ডেটা সপ্তাহান্তে ব্যবহার করার অনুমতি দেবে এয়ারটেল। যদি রবিবারের মধ্যে জমা হওয়া ডেটা ব্যবহার না করা হয়, তাহলে তা মধ্যরাতে (রবিবার এবং সোমবারের মধ্যবর্তী রাতে) শেষ হয়ে যাবে এবং সোমবার থেকে একটি নতুন চক্র শুরু হবে।
Airtel এর ৫৯ টাকার রিচার্জ প্ল্যান
৫৯ টাকার উইকেন্ড ডেটা রোলওভার প্যাকের মেয়াদ রয়েছে ২৮ দিন। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অব্যবহৃত ডেটা এই ২৮ দিনের মধ্যে শনিবার এবং রবিবার ব্যবহারের জন্য উপলব্ধ থাকবে। তবে উইকেন্ড ডেটা রোলওভার সুবিধা উপভোগ করতে, গ্রাহকদের আনলিমিটেড ভয়েস এবং দৈনিক ডেটা সুবিধা-সহ একটি বেস প্ল্যান রিচার্জ করতে হবে। আপাতত, এই রিচার্জ প্ল্যানটি শুধুমাত্র হরিয়ানা এবং উত্তর-পূর্ব সার্কেলে চালু হয়েছে।
আরো পড়ুন:
জোরকদমে প্রস্তুতি, দ্রুত BSNL 5G চালু করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র
অ্যান্ড্রয়েড ফোনে আসছে নতুন Android 16 আপডেট, থাকবে ভরপুর AI ফিচার
হোলিতে জল লাগলেও নষ্ট হবে না, বাম্পার সেলে সস্তায় কিনুন ওয়াটারপ্রুফ Realme ও Motorola ফোন