অটোকার

নতুন লুকস ও ডিস্ক ব্রেক-সহ আসছে দেশের সর্বাধিক বিক্রিত বাইক Hero Splendor Plus

Published on:

2025 hero Splendor Plus gets discs break and new colours launch imminent

ভারতে যতগুলি মোটরসাইকেল বিক্রি হয় তার মধ্যে সবথেকে জনপ্রিয় মডেল হল Hero Splendor। সেই বাইক এবার নতুন রূপে প্রকাশ করতে চলেছে হিরো মটোকর্প। ইঙ্গিত পাওয়া যাচ্ছে, খুব শীঘ্রই লঞ্চ হতে পারে 2025 Hero Splendor Plus। সম্প্রতি এক ডিলারশিপে বাইকের নতুন মডেল ক্যামেরাবন্দী হয়েছে। সেই ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে, যা থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে, এই মোটরসাইকেল নতুন রঙে উপস্থিত হতে চলেছে বাজারে।

ডিস্ক ব্রেক যুক্ত হচ্ছে

নতুন রঙের পাশাপাশি বাইকের আপডেটেড মডেলে একটি গুরুত্বপূর্ণ ফিচার্স হতে চলেছে ফ্রন্ট ডিস্ক ব্রেক। বলার অবকাশ রাখে না যে, হিরো স্প্লেন্ডর প্লাস বাইক তার মাইলেজ এবং ছিমছাম চেহারার জন্য পরিচিত। তার উপর ডিস্ক ব্রেক বাইকের সেফটি উন্নত করতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:  টেসলার প্রাক্তন কর্মীর সংস্থা যুগান্তকারী ইলেকট্রিক বাইক বিক্রি করবে ভারতে

2025 Hero Splendor Plus : সম্ভাব্য নতুন ফিচার্স

এই মুহূর্তে কমিউটার বাইকেটিতে যে ভ্যারিয়েন্ট পাওয়া যায়, ডিজাইনের দিক দিয়ে নতুন মডেলে সেটাই থাকতে পারে। সূত্রের দাবি, নতুন মডেলে দুটি নতুন রঙের বিকল্প যোগ হতে পারে। একটি গোল্ডেন ডিক্যাল + রেড, আর অন্যটা গ্রে কালার স্কিম। সাথে বাইকটি আপডেটেড বডি গ্রাফিক্সের সঙ্গে আসতে পারে। তবে সবথেকে বড় চমক হতে চলেছে ফ্রন্ট ডিস্ক ব্রেক, ঠিক যেমনটা Hero Splendor Plus Xtec মডেলে রয়েছে।

আরও পড়ুন:  টেসলার প্রাক্তন কর্মীর সংস্থা যুগান্তকারী ইলেকট্রিক বাইক বিক্রি করবে ভারতে

এই ডিস্ক ব্রেক রাইডারদের সুরক্ষা বাড়াতে সাহায্য করবে এবং রাস্তায় চালানোর সময় উন্নত ব্রেকিং দক্ষতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। বাইকের সামনে ডিস্ক ব্রেক থাকলে, পিছনে ড্রাম ব্রেকই থাকবে। ইঞ্জিন সেট আপে কোনও পরিবর্তন হচ্ছে না। মিলবে ৯৭.২ সিসি এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ৭.৯১ হর্সপাওয়ার এবং ৮.০৫ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। তবে এই ইঞ্জিন OBD 2B নিয়ম মেনে আপডেটেড হতে পারে।