মোবাইল

শুধু ফিচার নয়, স্টাইল ও ডিজাইনেও অনবদ্য এই ৫ স্মার্টফোন, Realme থেকে Lava আছে লিস্টে

Published on:

Best design stylish smartphones under 20000 nothing cmf realme lava

এখন স্মার্টফোনে শুধু উন্নত ফিচার নয়, তার সঙ্গে চোখ জুড়ানো ডিজাইন এবং স্টাইল থাকাটাও কার্যত বাধ্যতামূলক হয়ে উঠেছে। এই চাহিদা মেটাতে Infinix, Lava, Nothing, Realme এবং Tecno, এই ৫ ব্র্যান্ড দুর্দান্ত সব স্মার্টফোন হাজির করেছে বাজারে। তরুণ প্রজন্মের কাছে বাড়তি সাড়া পেয়েছে এই ফোনগুলি। দেরি না করে আসুন জেনে নেওয়া যাক কোন ৫ স্মার্টফোন আপনার নজর কাড়তে পারে।

দুর্দান্ত ডিজাইন ও স্টাইলের ৫ মোবাইল ফোন

Nothing CMF Phone 1

আপনি কি নিজের মতো করে স্মার্টফোন সাজাতে চান? তাহলে এটি বিবেচনা করতে পারেন। অদলবদল করা যায় এমন রঙিন ব্যাক প্যানেল রয়েছে এতে। ঠিক যেমন কেস পরিবর্তন করা। এছাড়াও, আপনি ব্যক্তিগতকৃত স্পর্শের জন্য আপনার নিজস্ব 3D-প্রিন্টও করতে পারেন। নান্দনিকতার বাইরে, CMF ফোন 1 বিভিন্ন ধরণের আনুষাঙ্গিক সমর্থন করে, যার মধ্যে রয়েছে একটি ওয়ালেট, কিকস্ট্যান্ড, ল্যানিয়ার্ড ইত্যাদি। ফোনের দাম ১৩ হাজার টাকার কম।

আরও পড়ুন:  চোখের নিমেষে ফুল চার্জ, সেরা পাঁচ ফাস্ট চার্জিং স্মার্টফোন, Realme থেকে OnePlus আছে লিস্টে

Realme Narzo 70 Turbo

শুধু নজরকাড়া নয়, গেমিং-কেন্দ্রিক ফোন এটি। মিলবে তীক্ষ্ণ এবং স্বতন্ত্র নকশা। রেস কার-অনুপ্রাণিত ডুয়াল-টোন ব্যাক প্যানেল রয়েছে এতে। বিশেষ করে এটির টার্বো ইয়েলো ভ্যারিয়েন্টে, এটিকে একটি প্রিমিয়াম এবং স্পোর্টি লুক দেয়। স্মার্টফোনের কেন্দ্রে অবস্থিত, বর্গাকার আকৃতির ক্যামেরা আইল্যান্ডটি, যা আধুনিক নান্দনিকতাকে আরও বাড়িয়ে তোলে।

Tecno Poca 6 Pro

এটি এমন একটি স্মার্টফোন, যেখানে সাইবার মেকা-অনুপ্রাণিত ডিজাইনের সাথে পিছনে একটি মিনি-এলইডি-চালিত গতিশীল আলো ব্যবস্থা রয়েছে। নান্দনিকতার বাইরেও, এতে আকর্ষণীয় হার্ডওয়্যার প্যাক করে, যার মধ্যে উপস্থিত একটি বিশাল ৬,০০০mAh ব্যাটারি এবং ৭০ ওয়াট দ্রুত তারযুক্ত চার্জিং সাপোর্ট। ফোনের দাম ১৯,৯৯৯ টাকা।

আরও পড়ুন:  রেডমি-রিয়েলমিদের খেলা শেষ, 10 হাজারের মধ্যে অনবদ্য 5G ফোন লঞ্চ করল Samsung

Lava Blaze Duo

এই বাজেট স্মার্টফোনটির চমক হল এতে একটি সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে। এই বৈশিষ্ট্যটি প্রদানকারী সবচেয়ে কম দামি স্মার্টফোন এটি। সামনের দিক থেকে, লাভা ব্লেজ ডুও দেখতে যেকোনও হাই-এন্ড ডিভাইসের মতোই প্রিমিয়াম, পাতলা বেজেল-সহ একটি 3D কার্ভড ডিসপ্লে রয়েছে। পিছনে, এর আয়তক্ষেত্রাকার সেকেন্ডারি স্ক্রিনটি নোটিফিকেশনের জন্য একটি সহজ উইন্ডো হিসেবে কাজ করতে পারে। ফোনের দাম ১৬,৯৯৯ টাকা।

Infinix GT 20 Pro

২০,০০০ টাকার সামান্য বেশি দামের Infinix GT 20 Pro আরও একটি গেমিং-কেন্দ্রিক স্মার্টফোন, যার ডিজাইন নতুন এবং সাইবার-মেকানিক্যাল। রয়েছে ডাইমেনসিটি ৮২০০ আলটিমেট চিপ, ৮ জিবি/১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনে যেকোনও গেম সহজেই উপভোগ করতে পারবেন। কারণ এটির ফ্ল্যাট ডিসপ্লে গেমারদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।