OPPO F29 সিরিজের উপর ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে খবর সামনে এসেছে। Oppo F সিরিজ চমৎকার ডিজাইন ও ফিচার্সের জন্য পরিচিত। আর চলতি বছরেও তার অন্যথা হচ্ছে না। আপকামিং এই সিরিজে দুটি মডেল ভারতে আসতে পারে। প্রথমটি OPPO F29 Pro এবং অপরটি OPPO F29 Pro+। দেশে অফিসিয়াল লঞ্চের আগেই এখন ফোন দুটির প্রচুর স্পেসিফিকেশন এবং দামের রেঞ্জ অনলাইনে ফাঁস হয়েছে।
Oppo F29 Pro দাম ও স্পেসিফিকেশন
টিপস্টার অভিষেক যাদবের দাবি, ওপ্পো এফ২৯ প্রো স্মার্টফোনের দাম ভারতে ২৫,০০০ টাকার নীচে থাকবে। এটি বেস মডেলের মূল্য হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি ৮ জিবি র্যাম + ১২৮ জিবি ও ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট ফোনটিকে শক্তি সরবরাহ করবে। সিকিউরিটির জন্য মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।
দাম, প্রসেসর, মেমরি অপশন, ব্যাটারি, চার্জিং-এর পাশাপাশি ওপ্পো এফ২৯ প্রো-র ডিসপ্লে ক্যামেরা, এবং অপারেটিং সিস্টেমের ডিটেলসও প্রকাশ্যে এসেছে। এতে ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর কালারওএস ১৫ কাস্টম স্কিনে রান করবে। ৫০ মেগাপিক্সেল ওআইএস + ২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। সামনের ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের হবে।
Oppo F29 Pro+ দাম ও স্পেসিফিকেশন
ওপ্পো এফ১৯ প্রো+ মডেলটির দাম ৩০,০০০ টাকার নীচে থাকবে বলে দাবি করেছেন অভিষেক যাদব, যা বেস মডেলের মূল্য। ফোনটি ৮ জিবি + ১২৮ জিবি, ৮ জিবি + ২৫৬ জিবি, এবং ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। এটি স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং, ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, কার্ভড ডিসপ্লে, ও আইপি৬৯ রেটিং অফার করবে।