মোবাইল

৫ হাজার টাকার কমে আইফোনের মতো ডিজাইনের স্মার্টফোন, ৮ জিবি র‌্যাম সহ আছে ডুয়েল ক্যামেরা

Published on:

Best smartphones under 5000 itel zeno 10 discount coupon bank offers

আপনি যদি ৫ হাজার টাকার কম দামে নতুন ফোন কিনতে চান তাহলে অ্যামাজনে রয়েছে দুর্দান্ত অফার। ই-কমার্স প্ল্যাটফর্মটি একটি বিশেষ স্মার্টফোন ডিসকাউন্টে কেনার সুযোগ দিচ্ছে। ডিসকাউন্টের পর হ্যান্ডসেটটি ৫ হাজার টাকারও কম দামে কেনা যাবে। এই ডিভাইসের নাম itel Zeno 10। অনন্য ফিচারের সাথে আসা এই ফোনে রয়েছে আইফোনের মতো ডায়নামিক নচ। এর সাথে বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

৫ হাজার টাকার কমে ভালো স্মার্টফোন

৫,০০০ টাকার মধ্যে একটি ভালো মোবাইল ফোন হল itel Zeno 10। এটি ২০২৫ সালের জানুয়ারিতে লঞ্চ হয়েছিল। লঞ্চের সময় এর ৩ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৫,৯৯৯ টাকা এবং ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৬,৪৯৯ টাকা। এটি ফ্যান্টম ক্রিস্টাল এবং ওভাল পার্পল কালারে এসেছে।

আরও পড়ুন:  ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার Poco X6 Neo 5G স্মার্টফোনের দাম কমলো, সবচেয়ে সস্তায় কিনে নিন

বর্তমানে itel Zeno 10 ফোনের বেস মডেলটি অ্যামাজনে ৫,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। এর সাথে ৫০০ টাকা ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে। আবার ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারলে আরও ১,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। আর এই উভয় অফারের মাধ্যমে ডিভাইসটি ৪,৪৯৮ টাকায় কেনা যাবে। শুধু তাই নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করতে পারলে হ্যান্ডসেটটি আরও কম দামে কেনা যাবে।

itel Zeno 10 এর ফিচার ও স্পেসিফিকেশন

৫ হাজার টাকার কমে উপলব্ধ ফোনটি ডুয়াল সিম সাপোর্টের সাথে এসেছে। এতে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে আছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। জেনো ১০ ডিভাইসে আইফোনের মতো ডায়নামিক নচ উপস্থিত। এখানে ব্যাটারি চার্জিং এবং ইনকামিং কল অ্যালার্ট পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর চিপসেট দেওয়া হয়েছে। ভার্চুয়াল র‌্যাম ফিচারের মাধ্যমে মোট র‌্যাম হবে ৮ জিবি।

আরও পড়ুন:  হোলিতে চোখ জুড়ানো নতুন রঙে পাওয়া যাবে Oppo Reno 13 5G স্মার্টফোন, রয়েছে ৫১২ জিবি স্টোরেজ

ফটোগ্রাফির জন্য, আইটেল জেনো ১০ ডিভাইসে এআই সাপোর্ট সহ ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।