ভারতের হোলি, গুড়ি পাড়ওয়া এবং উগাদি উদযাপন উপলক্ষে বিশেষ ফেস্টিভ্যাল সেল চালু করল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্র্যান্ড Samsung। ৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল সেল। যেখানে নির্বাচিত স্মার্ট টিভিতে বিভিন্ন আকর্ষণীয় ডিল, ছাড় এবং ক্যাশব্যাক রয়েছে। একাধিক ইলেকট্রনিক্স পণ্যে এই অফার দিচ্ছে কোম্পানি।
Samsung হোলি ফেস্টিভ্যাল সেলে থাকছে ক্যাশব্যাক এবং EMI বিকল্প
হোলি সেলের অধীনে, স্যামসাং তাদের প্রিমিয়াম AI চালিত স্মার্ট টিভিগুলিতে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অফার করছে। এছাড়াও, গ্রাহকরা জিরো ডাউন পেমেন্ট বিকল্প এবং ৩০ মাস পর্যন্ত বর্ধিত EMI প্ল্যানগুলির সুবিধা নিতে পারেন।
স্মার্ট টিভি
এই অফারের অধীনে যোগ্য স্মার্ট টিভি মডেলের মধ্যে রয়েছে Samsung Neo QLED 8K, Neo QLED 4K এবং Crystal 4K UHD। যে ছাড়গুলি রয়েছে তা ৫৫ ইঞ্চি বা তার চেয়ে বড় স্ক্রিন মডেলগুলির জন্য প্রযোজ্য৷ উপরন্তু, কোম্পানির প্রিমিয়াম রেঞ্জ, দ্য ফ্রেম স্মার্ট টিভি থেকে নির্বাচিত মডেলগুলিও এই অফারের অধীনে কম দামে কেনা যাবে।
Samsung হোলি ফেস্টিভ্যাল সেলে বিনামূল্যে স্মার্ট টিভি
এই ফেস্টিভ্যাল সেল আরও লোভনীয় করে তোলার জন্য বাছাই করা স্মার্ট টিভি বিনামূল্যে জেতার সুযোগ দিচ্ছে স্যামসাং। এই টিভির মূল্য ২,০৪,৯৯০ টাকা। টিভি ছাড়াও বিনামূল্যে জিততে পারেন সাউন্ডবার, যার দাম ৯০,৯৯০ টাকা। স্মার্ট টিভির সঙ্গে সাউন্ডবার কিনলে তার উপর ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি।
২,৯৯০ টাকা থেকে শুরু EMI অফার, এর পাশাপাশি রয়েছে ক্যাশব্যাক এবং জিরো ডাউন পেমেন্টের সুবিধা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, দেশজুড়ে জুড়ে নির্বাচিত কিছু Samsung স্টোর, অনলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে এই সমস্ত ডিল, অফার এবং ক্যাশব্যাক।