মোবাইল

১৩৫০০ টাকার কমে ওয়াটারপ্রুফ Realme ও Oppo স্মার্টফোন, পড়ে গেলেও ভাঙ্গবে না, ভেজা হাতেও টাচ কাজ করবে

Published on:

Realme oppo waterproof smartphone under 13500 rupees wet hand touch technology

Waterproof Smartphone Under 13500 Rupees: হোলিতে জল লেগে ফোন নষ্ট হয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা করলে এই প্রতিবেদন আপনার জন্য। কারণ এখানে আমরা আপনাকে দুটি বাজেট রেঞ্জের স্মার্টফোন সম্পর্কে বলবো যেগুলি জলরোধী এবং জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলেও সমস্যা হবে না। আপনি এই দুটি লেটেস্ট ফোন ১৩,৫০০ টাকাও কম দামে কিনতে পারবেন। এই ডিভাইসগুলি সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ফিচার অফার করে। তাই হোলির আগে নতুন স্মার্টফোন কিনতে চাইলে এই দুই হ্যান্ডসেট বিবেচনা করতে পারেন।

১৩৫০০ টাকার মধ্যে ওয়াটারপ্রুফ স্মার্টফোন

Realme P3x 5G

রিয়েলমি পি৩এক্স ৫জি ডিভাইসে IP69 রেটিং আছে এবং ফ্লিপকার্ট থেকে ব্যাঙ্ক অফার সহ এটি ১৩,৪৯৯ টাকায় কেনা যাবে। রিয়েলমি পি৩এক্স ৫জি হল স্লিম এবং লাইটওয়েট ডিভাইস। এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা দুই দিন ধরে চলবে বলে দাবি করা হয়েছে।

এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর পিছনে আছে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা। এছাড়াও সামনে পাওয়া যাবে এআই ক্যামেরা। এতে IP69 ধুলো এবং জল প্রতিরোধী রেটিং আছে।

OPPO K12x 5G

মজবুতির জন্য মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন সহ আসা এই ওপ্পো ফোনটি ব্যাঙ্ক অফারের পরে ১২,২৪৯ টাকায় কেনা যাবে। ওপ্পো কে১২এক্স ৫জি ফোনে ৩৬০ ডিগ্রি ড্যামেজ-প্রুফ আর্মার বডি উপস্থিত। তাই দৈনন্দিন ব্যবহারের সময় দুর্ঘটনাবশত ফোনটি পড়ে গেলে খুব বেশি চিন্তা করতে হবে না। এতে IP54 রেটিংও রয়েছে, যা একে জল এবং ধুলো প্রতিরোধী করে তোলে। এছাড়াও এই ফোনে ৫১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইসটির টাচ স্ক্রিন ভেজা হাতেও কাজ করবে বলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে।