হোলি উপলক্ষে Flipkart নিয়ে এসেছে Big Saving Days Sale। এই সেলে স্মার্ট টিভিতে চমৎকার ছাড় পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্ট সেলে, Thomson এর স্মার্ট টিভি লাইনআপে উল্লেখযোগ্য ছাড় দেওয়া হচ্ছে, যার ফলে ক্রেতারা খুব কম দামে বড় স্ক্রিনের টিভি কিনে নিতে পারবেন। সেলে Smart TV -গুলির দাম শুরু হয়েছে ৫,৯৯৯ টাকা থেকে। আসুন ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে Thomson এর কোন টিভির কত দাম দেখে নেওয়া যাক।
ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে Thomson TV-র দাম
ফ্লিপকার্ট সেলে থমসনের ২৪ ইঞ্চি টিভি ৫,৯৯৯ টাকায়, ৩২ ইঞ্চি টিভি ৭,৯৯৯ টাকায় এবং ৪২ ইঞ্চি টিভি মাত্র ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
থমসন স্মার্ট টিভির ফিচার
থমসনের অ্যান্ড্রয়েড টিভি সিরিজে ডলবি এমএস ১২, ডলবি ডিজিটাল প্লাস এবং ডিটিএস ট্রুসারাউন্ড উপস্থিত। এতে রয়েছে আল্ট্রা-হাই ডেফিনিশন রেজোলিউশন এবং এইচডিআর১০+ সাপোর্ট। টিভিগুলিতে ইনবিল্ট ক্রোমকাস্ট এবং এয়ারপ্লে আছে। এদের সাথে পাওয়া রিমোটে গুগল অ্যাসিস্ট্যান্টের জন্য শর্টকাট রয়েছে, যা ভয়েস সার্চের সুবিধা দেয়।
থমসন এফএ টিভিগুলি নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি + হটস্টার, অ্যাপল টিভি, ভুট, জি৫, সনি লিভের মতো অ্যাপ সাপোর্ট করবে। এই টিভিগুলি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলে এবং সাউন্ডের জন্য ৩০ ওয়াক স্পিকার আছে।
থমসনের কিউএলইডি টিভিতে রয়েছে ডলবি অ্যাটমস, ডলবি ডিজিটাল প্লাস এবং ডিটিএস ট্রুসারাউন্ডের মতো প্রিমিয়াম প্রযুক্তি। থমসন গুগল টিভিগুলি বেজেল-লেস ডিজাইনের এইচডিআর ১০+, ডলবি অ্যাটমস, ডলবি ডিজিটাল প্লাস এবং ডিটিএস ট্রুসারাউন্ড সাপোর্ট করে।