মুখ্য সংবাদ

Apple: আইফোন সহ অ্যাপল প্রোডাক্টে গুরুতর সিকিউরিটি সমস্যা, সতর্ক করল সংস্থা

Published on:

অ্যাপল iOS 18, iPadOS 18 এবং macOS Sequoia এর জন্য গুরুত্বপূর্ণ সিকিউরিটি আপডেট নিয়ে এল। কোম্পানির মতে, এই নতুন সফ্টওয়্যার আপডেটের মাধ্যমে একটি গুরুতর সিকিউরিটি সমস্যা ঠিক করা হয়েছে, যার সুবিধা নিয়ে হ্যাকাররা ডিভাইসের ক্ষতি করতে পারতো। এটি ২০২৫ সালের অ্যাপলের তৃতীয় বড় সিকিউরিটি আপডেট। তাই iPhone, iPad এবং Mac ব্যবহারকারীদের উচিত তড়িঘড়ি এই আপডেট ডাউনলোড ও ইনস্টল করা।

iOS 18.3.2, iPadOS 18.3.2 এবং macOS 15.3.2 এর মাধ্যমে WebKit-এর সিকিউরিটির সমস্যা সমাধান

Apple-এর তরফে বলা হয়েছে যে, নতুন আপডেটে আগের সফটওয়্যার ভার্সনের WebKit-এ পাওয়া একটি গুরুত্বপূর্ণ সিকিউরিটি সমস্যা ঠিক করা হয়েছে। উল্লেখ্য, WebKit হল ব্রাউজার ইঞ্জিন যা Safari তে ব্যবহৃত হয়। একে জিরো-ডে সিকিউরিটি ত্রুটি (CVE-2025-24201-র অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Apple এর মতে, WebKit-এ পাওয়া এই সুরক্ষা ত্রুটির কারণে, বিপজ্জনকভাবে ডিজাইন করা ওয়েব কনটেন্ট ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করা যেতে পারে। ফলে ক্ষতিকারক ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। এর মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর সিস্টেমে পৌঁছে ডেটা চুরি সহ সিকিউরিটি‌ বাইপাস করতে পারে।

Apple আরও জানিয়েছে যে, এই সুরক্ষা ত্রুটি “অত্যন্ত পরিকল্পিত সাইবার হামলার” মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারে। এরফলে কিছু ডিভাইস এর দ্বারা আক্রান্ত হতে পারে, বিশেষ করে যে ডিভাইসগুলি iOS 17.2 বা তার আগের ভার্সনে চলে। উল্লেখ্য, গত মাসে, Apple, iOS 18.3.1 এবং iPadOS 18.3.1 সফটওয়্যার ভার্সন রোল আউট করেছিল, যেখানে ইউএসবি রেসট্রিক্ট মোড বন্ধ করা হয়েছিল।