ওয়ানপ্লাসের ফোন কিনতে চাইলে সুখবর। কোম্পানির ওয়েবসাইটে চমকপ্রদ অফার দেওয়া হচ্ছে। OnePlus 12R ফোনে এই অফার পাওয়া যাবে। অবিশ্বাস্য দামে কেনা যাবে এই স্মার্টফোনটি। এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন অফিসিয়াল ওয়েবসাইটে ১০ হাজার টাকা ডিসকাউন্টে ৩২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার ই-স্টোরে ৩,০০০ টাকা অতিরিক্ত ছাড়ে পাওয়া যাচ্ছে OnePlus 12R।
এরজন্য আপনাকে এইচডিএফসি বা এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। পাশাপাশি পাওয়া যাবে এক্সচেঞ্জ অফার। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ছাড় আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর নির্ভর করবে। এছাড়াও ৬ মাসের নো কস্ট ইএমআই সুবিধা পাওয়া যাবে।
OnePlus 12R এর স্পেসিফিকেশন ও ফিচার
ওয়ানপ্লাস ১২আর মডেলের সামনে ২৭৮০ x ১২৬৪ পিক্সেল রেজোলিউশনের ৬.৭৮-ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস লেভেল ৪৫০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে অ্যাড্রেনো ৭৪০ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস ১২আর ডিভাইসে এলইডি ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১০০ ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্ট করে।
ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেন ওএস ১৪ কাস্টম স্কিনে চলে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। সাউন্ডের জন্য ফোনে রয়েছে স্টেরিও স্পিকার এবং ডলবি অ্যাটমস।