আপনি যদি ভালো ক্যামেরা ফোন কিনতে চান তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা একটি Vivo 5G স্মার্টফোনের কথা বলবো, যেখানে ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আর এই ডিভাইসটি এখন ই-কমার্স সাইট ফ্লিপকার্ট-এ কম দামে পাওয়া যাচ্ছে। এই ফোনের নাম Vivo V30e 5G। ভলো ক্যামেরা ছাড়াও এতে দুর্দান্ত ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর আছে।
Vivo V30e 5G এর দাম ও অফার
ভিভো ভি৩০ই ৫জি এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩২,৯৯৯ টাকার পরিবর্তে এখন ২৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩৪,৯৯৯ টাকার পরিবর্তে ২৭,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে। এটি সিল্ক ব্লু এবং ভেলভেট রেড কালার অপশনে এসেছে।
ডিসকাউন্টের পাশাপাশি ভিভো ভি৩০ই ৫জি ফ্লিপকার্ট থেকে ১৫০০ টাকা ব্যাঙ্ক অফার সহ কেনা যাবে। এই অফারটি যেকোনো ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলেই পাওয়া যাবে। এটি নো কস্ট ইএমআইতেও কেনা যাবে। এর সাথে এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে।
Vivo V30e 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো ভি৩০ই ৫জি স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রেজোলিউশন ২৪০০ × ১০৮০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ১৩০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর, ৮ জিবি ফিজিক্যাল র্যাম, ৮ জিবি ভার্চুয়াল র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ভিভো ভি৩০ই ৫জি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪ কাস্টম স্কিনে চলবে।
ফটোগ্রাফির জন্য Vivo V30e 5G ফোনের ব্যাক সাইডে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল অটো ফোকাস এবং ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে অটো ফোকাস সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ভাল ফটোগ্রাফির জন্য এতে নাইট, পোর্ট্রেট, ফটো, ভিডিও এবং ডুয়াল ভিউ মোডের মতো বেশ কয়েকটি ক্যামেরা মোডও সাপোর্ট করে। Vivo V30e 5G স্মার্টফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।