মুখ্য সংবাদ

সবার ফোনে থাকা Google Chrome ব্রাউজারে বড়সড় সমস্যা, ডিভাইসের নিয়ন্ত্রণ যাবে হ্যাকারদের হাতে

Published on:

Google chrome browser security flaw cert in issues warning for users

আপনিও যদি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, তাহলে সাবধান! কারণ ভারত সরকারের সাইবার সিকিউরিটি বিভাগ গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য সতর্কতা জারি করেছে। জনপ্রিয় এই ওয়েব ব্রাউজারে কিছু সমস্যা খুঁজে পাওয়া গেছে, যার ফায়দা নিয়ে হ্যাকাররা ডেটা চুরি করতে পারে। আসুন Google Chrome ব্রাউজারের কোন ভার্সনে সমস্যা এবং নিরাপদ থাকার জন্য আপনার কী কী পদক্ষেপ নেওয়া উচিত জেনে নেওয়া যাক।

Google Chrome ব্রাউজারে বেশ কিছু নিরাপত্তা দুর্বলতা খুঁজে পাওয়া গেছে

ভারত সরকারের ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন) গুগল ক্রোম ব্রাউজারে কিছু নিরাপত্তা দুর্বলতা সম্পর্কে সতর্ক করেছে। এই ক্রুটিগুলি হ্যাকারদের দূর থেকে ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে, সংবেদনশীল ডেটা চুরি করতে এবং ডিভাইসের সেটিংস পরিবর্তন করতে সাহায্য করতে পারে।

উল্লেখিত ত্রুটিগুলির মধ্যে আছে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস (DDos) অ্যাটাক, যেখানে সিস্টেমে ভুয়ো ট্র্যাফিক পাঠানো হয়। এই কারণে সিস্টেমটি ধীরে ধীরে কাজ বন্ধ করে দেয়। এই সমস্যার সমাধান না করলে ডেটা ফাঁস, নিরাপত্তা ব্যাহত হতে পারে।

কোন ডিভাইসগুলি ঝুঁকির মধ্যে রয়েছে?

গুগল ক্রোমের উইন্ডোজ এবং ম্যাক 134.0.6998.88 / .89 এর আগের ভার্সন এবং লিনাক্সের জন্য 134.0.6998.88 এর আগের ভার্সনে সমস্যা খুঁজে পাওয়া গেছে। তাই ব্যবহারকারীদের উচিত অবিলম্বে তাদের ব্রাউজারগুলি আপডেট করার।

কীভাবে Google Chrome ভার্সন চেক করবেন?

আপনার গুগল ক্রোম ব্রাউজারের ভার্সন এভাবে জানুন:

– ক্রোম খুলুন এবং উপরের ডানদিকে তিনটি বিন্দুতে ক্লিক করুন।

– ড্রপ-ডাউন মেনু থেকে “হেল্প” বেছে নিন।

– সাব-মেনুতে “অ্যাবাউট গুগল ক্রোম” অপশনে ক্লিক করুন।

– আপনার বর্তমান ক্রোম ভার্সন দেখিয়ে একটি নতুন ট্যাব খুলবে।