মোবাইল

৫১২ জিবি স্টোরেজের সবচেয়ে সস্তা স্মার্টফোন, Redmi Note 13 Pro+ থেকে Realme 13 Pro 5G

Published on:

512gb storage cheapest smartphone under 30000 rupees redmi note 13 pro plus realme 13 pro

স্মার্টফোনে এখন ফটো, ভিডিও, ডকুমেন্ট সহ বিভিন্ন জিনিস রাখা হয়। যেকারণে প্রায়শই স্টোরেজ ফুল হয়ে যায়। তাই আমাদের মনে মাঝে মাঝে বেশি স্টোরেজের ফোন কিনতে ইচ্ছা হয়। তবে ডিভাইসের স্টোরেজ যত বেশি, বাজারে তার দামও তত বেশি। কিন্তু আজ আমরা এমন কয়েকটি অফারের কথা বলবো, যেখানে ৫১২ জিবি স্টোরেজের স্মার্টফোন ৩০,০০০ টাকার কমে কেনা যাবে। এই অফার অ্যামাজনে পাওয়া যাবে।

৩০ হাজার টাকার কমে ৫১২ জিবি র‌্যামের স্মার্টফোন

Redmi Note 13 Pro+

রেডমি নোট ১৩ প্রো প্লাস ফোনের ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ৩১,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে অতিরিক্ত ১,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। এর অর্থ আপনি এটি ৩০,০০০ টাকার কম দামে কিনতে পারবেন। ফিচারের কথা বললে, এই ডিভাইসে আছে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর, ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ফোনটির ব্যাটারি ৫০০০ এমএএইচ, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Realme 13 Pro 5G

রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোনের ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজন থেকে ২৩,৪৭৯ টাকায় কেনা যাবে। ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এটি অতিরিক্ত ১,৫০০ টাকা ছাড়ে পাওয়া যাবে। ফিচারের দিক থেকে এই ডিভাইসে রয়েছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং পাওয়ার ব্যাকআপের জন্য ৫২০০ এমএএইচ ব্যাটারি আছে।

Tecno Camon 30 5G

টেকনো ক্যামন ৩০ ৫জি ফোনের ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজন থেকে ২৩,৯৯৯ টাকায় কেনা যাবে। ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এই ডিভাইসের দাম ১,৫০০ টাকা কমানো যাবে। ফিচারের দিক থেকে এই স্মার্টফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২০ প্রসেসর, ১০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি।