মোবাইল

ক্যামেরার জাদু দেখাবে Infinix Note 50 Pro+, ১০০এক্স জুম সহ পাবেন ৫০ মেগাপিক্সেল সেন্সর

Published on:

Infinix note 50 pro plus live image design 100x 50 megapixel camera information leaked

ইনফিনিক্স শীঘ্রই দুর্দান্ত ডিসপ্লে এবং এআই ফিচার সহ নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এর নাম রাখা হবে Infinix Note 50 Pro+। সম্প্রতি ডিভাইসটির লাইভ ইমেজ ফাঁস হয়েছে, যেখান থেকে এর সম্পূর্ণ ডিজাইন দেখা গেছে। রিপোর্ট অনুসারে, এতে “আর্মারঅ্যালয়” বিল্ড, ১০০এক্স জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা, জেবিএল অডিও টিউনিং এবং ওয়ান ট্যাপ ইনফিনিক্স এআই পাওয়া যাবে। ২০ মার্চ ইনফিনিক্স এআই ইনফিনিটি বিটা ইভেন্টে ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) ইয়ারবাড এবং স্মার্ট রিং সহ Infinix Note 50 Pro+ লঞ্চ হবে।

Infinix Note 50 Pro+ এর দাম (সম্ভাব্য)

গ্লোবাল মার্কেটে ইনফিনিক্স নোট ৫০ প্রো প্লাস এর দাম হবে ৫০০ ডলারের (প্রায় ৪৩,৪০০ টাকা) কম।

Infinix Note 50 Pro+ এর ডিজাইন এবং বৈশিষ্ট্য

GSMarena এর রিপোর্টে বলা হয়েছে, ইনফিনিক্স নোট ৫০ প্রো প্লাস ফোনে ১০০এক্স জুম ক্ষমতা সম্পন্ন ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর থাকবে। ডিজাইনের ক্ষেত্রে, ইনফিনিক্স নোট ৫০ প্রো প্লাস মডেলে ফ্ল্যাট ফ্রেম সহ “আর্মার অ্যালয়” বিল্ড দেখা যাবে। পাওয়ার বাটনটি ডিভাইসের ডানদিকে এবং ভলিউম রকারটি বাম দিকে অবস্থিত থাকবে।

হ্যান্ডসেটটির নীচে সিম ট্রে উপস্থিত এবং চার্জিংয়ের জন্য পাওয়া যাবে ইউএসবি টাইপ-সি পোর্ট। এর আরেকটি আকর্ষণ হবে ওয়ান-ট্যাপ ইনফিনিক্স এআই ফিচার, যা সব কাজ সহজে করতে সাহায্য করবে।

এর আগে লঞ্চ হওয়া Infinix Note 50 সিরিজের হ্যান্ডসেটগুলিতে আছে ৬.৭৮-ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪৩৬ পিক্সেল) AMOLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, ব্রাইটনেস ১,৩০০ নিটস, টাচ স্যাম্পেলিং রেট ২,১৬০ হার্টজ। এগুলিতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার উপস্থিত।