মুখ্য সংবাদ

মাথায় হাত গ্রাহকদের, এই স্মার্টফোনে আর কাজ করবে না YONO SBI অ্যাপ

Published on:

Yono sbi app support discontinued for Android 11 or below Android version

আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার হন এবং ব্যাঙ্কিংয়ের প্রয়োজনে SBI মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করেন তাহলে এই খবর আপনার জন্য। আসলে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শীঘ্রই অ্যান্ড্রয়েড ১১ এবং তার পুরানো অ্যান্ড্রয়েড ভার্সন চালিত স্মার্টফোন এবং ট্যাবলেটে তাদের ব্যাঙ্কিং অ্যাপ YONO SBI এর সাপোর্ট বন্ধ করতে চলেছে। এরফলে পুরানো ফোন ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হবেন।

YONO SBI অ্যাপ এই ফোনগুলিতে সাপোর্ট করবে না

এসবিআই এর তরফে বলা হয়েছে, আরও ভাল সুরক্ষা এবং অ্যাপের কর্মক্ষমতা বাড়াতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে পুরানো অপারেটিং সিস্টেমগুলি ব্যবহারকারীদের আর্থিক তথ্য সুরক্ষিত রাখার বিষয়ে ভরসাযোগ্য নয়। তাই পুরানো অ্যান্ড্রয়েড ভার্সনে ইয়েনো এসবিআই অ্যাপের সাপোর্ট বন্ধ করে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে ভারতের বৃহত্তম ব্যাঙ্কটি।

অনেক পুরোনো অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহারকারী ইয়োনো অ্যাপে সমস্যার কথা জানিয়েছেন এবং প্লে স্টোরে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন যে, “আমি বছরের পর বছর ধরে ইয়োনো এসবিআই অ্যাপটি ব্যবহার করছিলাম, তবে লেটেস্ট আপডেট কেবল অ্যান্ড্রয়েড ১২ বা উচ্চতর ভার্সনের জন্য আনা হয়েছে। আমার ফোনি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে এবং আপগ্রেড করার কোনও সুযোগ নেই। ফলে আমি আর অ্যাপটি ব্যবহার করতে পারবো না।”

এখনও পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে YONO SBI অ্যাপ ১০ কোটির বেশিবার ডাউনলোড হয়েছে। এটি ২৬ লাখ রিভিউ সহ ৪.২ রেটিং ধরে রেখেছে। তবে নতুন সিদ্ধান্তের পর রেটিং কমতে পারে এই অ্যাপের। যদিও নয়া সিদ্ধান্তের ফলে লাভ হবে ব্যবহারকারীদেরই।