Vivo এর নতুন এবং ফিচারে ঠাসা স্মার্টফোনে বিশাল ছাড় পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্ট Vivo T4x 5G নামের স্মার্টফোনটি অনেক কম দামে বিক্রি করছে। ভারতে গত ১২ মার্চ শুরু হয়েছে এই ফোনের বিক্রি। দোল উপলক্ষে নানা অফারের মাঝে এই হ্যান্ডসেট আকর্ষণীয় ছাড় সহ কেনা যাবে। চলুন Vivo T4x 5G কী কী অফার ও ডিল সহ পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।
Vivo T4x 5G ফোনে অফার এবং ছাড়
ফ্লিপকার্টে Vivo T4x 5G এর দাম ১৭,৯৯৯ টাকা। তবে এর উপর রয়েছে ২২% ছাড়। ফলে বর্তমানে ডিভাইসটি ১৩,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর সঙ্গে আরও অনেক অফার রয়েছে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং অন্যান্য ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও, ১৩,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।
Vivo T4x 5G এর স্পেসিফিকেশন
ভিভো টি৪এক্স ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ LCD স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং পিক ব্রাইটনস ১০৫০ নিটস। এই ডিসপ্লে TÜV Rheinland Eye Protection সার্টিফিকেশন প্রাপ্ত। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস কাস্টম স্কিনে চলে।
ক্যামেরার কথা বললে, ভিভো টি৪এক্স ৫জি ডিভাইসের পিছনে LED ফ্ল্যাশ, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ডেপথ সেন্সর উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৫০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট চার্জিং সাপোর্ট করে।