মুখ্য সংবাদ

গুগলের Find My Device অ্যাপে দারুন ফিচার, এবার প্রিয়জন রাস্তায় হারিয়ে গেলেও খুঁজে পাবেন

Published on:

Google Find My Device adds live location tracking for person people

গুগলের ফাইন্ড মাই ডিভাইস (Google Find My Device) অ্যাপের সম্পর্কে যারা জানেন না, তাদের বলে রাখি এটি মূলত হারানো ডিভাইস বা স্মার্টফোনের লোকেশন ট্র্যাক করতে সাহায্য করে। জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপে লগইন করে পরিচিতদের ডিভাইস যুক্ত করতে হয়। তারপর সেটি দুর্ভাগ্যবশত হারিয়ে বা চুরি হলে তার লোকেশন দেখা যায়। এবার সেই অ্যাপে বড় পরিবর্তন এল। এখন থেকে অ্যাপের মাধ্যমে বন্ধু বা পরিবারের কেউ লোকেশন শেয়ার করলে তাকে খুঁজে বের করতে সাহায্য করবে।

9to5Google এর রিপোর্ট অনুসারে, মার্চ মাসে অ্যান্ড্রয়েড ফিচার ড্রপের অংশ হিসেবে এই নতুন বৈশিষ্ট্যটি এখন আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছতে শুরু করেছে। এই আপডেটের মাধ্যমে, ডিভাইস ট্র্যাকিং এবং ব্যবহারকারীদের ট্র্যাকিং উভয় সুবিধাকেই এক ছাদের তলায় আনবে। এই একটি মাত্র অ্যাপ থেকে প্রিয়জন এবং হারিয়ে যাওয়া ডিভাইসের উপর নজর রাখা সহজ হবে।

Google Find My Device অ্যাপে নয়া ফিচার

এতদিন, বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের রিয়েল-টাইম লোকেশন শেয়ার এবং ট্র্যাক করার জন্য গুগল ম্যাপস ছিল জনপ্রিয় অ্যাপ। এবার ফাইন্ড মাই ডিভাইস অ্যাপটি ট্র্যাকিং অন্তর্ভুক্ত করার জন্য তার ক্ষমতা আরও প্রসারিত করেছে, যা এটিকে অ্যাপলের ফাইন্ড মাই অ্যাপের সরাসরি প্রতিযোগী করে তুলেছে বাজারে।

গুগল ম্যাপের মাধ্যমে যারা তাদের লোকেশন শেয়ার করছেন (আইওএস ব্যবহারকারী-সহ) তারা এখন ফাইন্ড মাই ডিভাইস ম্যাপ ইন্টারফেসে উপস্থিত হবেন। এই ইন্টিগ্রেশন নিশ্চিত করবে যে, আপনি একই অ্যাপ থেকে আপনার হারিয়ে যাওয়া ফোন এবং আপনার প্রিয়জন উভয়কেই খুঁজে পেতে পারেন।

অন্যদের ট্র্যাক করার পাশাপাশি, ব্যবহারকারীরা অন্যদের কাছে তাদের লোকেশন কতক্ষণ দেখা যাবে তা ঠিক করতে পারবেন। তারা যাদের সাথে তাদের অবস্থান শেয়ার করেছেন তার তালিকা দেখা যাবে এবং যেকোনও সময় লোকেশন শেয়ারিং বন্ধ করা যাবে।