MG Windsor EV: টাটাদের ঘুম কাড়াবে এই ইলেকট্রিক গাড়ি, 460 কিমি মাইলেজের সঙ্গে 11 সেপ্টেম্বর লঞ্চ

কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে টাটা নেক্সন ইভি (Tata Nexon EV)। কারণ এমজি মোটর ইন্ডিয়া দেশে তাদের পরবর্তী ইলেকট্রিক গাড়ি লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এমজি…

Mg Windsor Ev Confirmed To Launch In India On September 11

কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে টাটা নেক্সন ইভি (Tata Nexon EV)। কারণ এমজি মোটর ইন্ডিয়া দেশে তাদের পরবর্তী ইলেকট্রিক গাড়ি লঞ্চের তারিখ ঘোষণা করেছে। এমজি উইনজার ইভি (MG Windsor EV) ভারতে আসবে ১১ সেপ্টেম্বর। একে ভারতের প্রথম ইন্টেলিজেন্ট ক্রসওভার ইউটিলিটি ভেহিকেল বলে দাবি করছে ব্র্যান্ড। গাড়িটির অবস্থান জেডএস ইভি ও এমজি ইভি-র মাঝামাঝি হবে।

আর্ন্তজাতিক বাজারে আগেই উপলব্ধ এই গাড়ি। তবে বাইরের মার্কেটে নাম ক্লাউড ইভি। টিজারে একাধিক বৈশিষ্ট্য প্রকাশ করেছে কোম্পানি। এক্সটেরিয়র হাইলাইটের কথা বললে, প্রথমেই সামনে ও পিছনে এলইডি লাইট বারের প্রসঙ্গ আসবে। প্রোজেক্টর হেডলাইট সহ ভার্টিক্যালি স্ট্যাকড হেডল্যাম্প ক্লাস্টার, ইন্টিগ্রেটেড স্পয়লার, ফ্ল্যাশ-ফিটিং ডোর হ্যান্ডেল রয়েছে এতে।

ইন্টেরিয়রে আসলে, এমজি উইনজার ইভি টু-স্পোক মাল্টিফাংশনাল স্টিয়ারিং হুইল, প্যানোরামিক সানরুফ, ১৩৫ ডিগ্রি রিক্লাইন ফাংশন সহ এরো-লঞ্জ সিট, রিয়ার এসি ভেন্ট, রিয়ার সেন্টার আর্মরেস্ট, বিশাল ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ও অ্যাম্বিয়েন্ট লাইটিং দেখা যাবে।

গ্লোবাল মার্কেটে এই গাড়ি ৫০.৬ কিলোওয়াট আওয়ার এবং ৩৭.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি অপশনে উপলব্ধ। উভয় ভ্যারিয়েন্টে সিঙ্গেল ইলেকট্রিক মোটর বর্তমান। বড় ব্যাটারি প্যাকটি ফুল চার্জে ৪৬০ কিলোমিটার (সার্টিফায়েড রেঞ্জ) পর্যন্ত চলতে সক্ষম। অন্যদিকে, লোয়ার ভার্সনটির রেঞ্জ ৩৬০ কিলোমিটার। এখন দেখার বিষয়, ভারতে দুই ভ্যারিয়েন্টই লঞ্চ হবে কিনা।