মোবাইল

টেলিফটো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা, Huawei Pura X বাজারে ঝড় তুলতে লঞ্চ হল

Huawei তাদের লেটেস্ট ফোল্ডেবল ফোন Pura X লঞ্চ করল। এটি অনন্য ডিজাইন সহ এসেছে। এই ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনে আছে ৬.৩-ইঞ্চি ... Read more

Published on:

Huawei pura x foldable smartphone with triple rear camera launched price specifications

Huawei তাদের লেটেস্ট ফোল্ডেবল ফোন Pura X লঞ্চ করল। এটি অনন্য ডিজাইন সহ এসেছে। এই ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনে আছে ৬.৩-ইঞ্চি ইননার স্ক্রিন, যার অ্যাসপেক্ট রেশিও ১৬:১০। এর সাথে আছে ৩.৫-ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে এবং ট্রিপল ক্যামেরা সেটআপ। Huawei Pura X ডিভাইসে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৪৭২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Huawei Pura X এর দাম

হুয়াওয়ে পিওর এক্স-এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৪৯৯ ইউয়ান (প্রায় ৮৯,০০০ টাকা), ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৯৯৯ ইউয়ান (প্রায় ৯৫,০০০ টাকা) রাখা হয়েছে। এই ফোনটি মুন শ্যাডো গ্রে, ম্যাজিক নাইট ব্ল্যাক, স্টাইলিশ রেড, স্টাইলিস গ্রিন এবং জিরো হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে।

হুয়াওয়ে পিওর এক্স আপাতত চীনে প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ, এবং ডেলিভারি ২১ মার্চ থেকে শুরু হবে। Huawei একটি বিশেষ Collector’s Edition-ও নিয়ে এসেছে, যাতে ট্রাই-কালার ব্যাক কভার ডিজাইন এবং স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার রয়েছে। এর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৮৯৯৯ ইউয়ান (প্রায় ১০৮,০০০ টাকা) পড়বে।

Huawei Pura X স্পেসিফিকেশন ও ফিচার

হুয়াওয়ে পিওর এক্স ডিভাইসটি হারমনিওএস ৫.০.১ কাস্টম স্কিনে চলে। এতে ৬.৩ ইঞ্চি প্রাইমারি OLED LTPO 2.0 ডিসপ্লে আছে, যা ১,৩২০ x ২১২০ পিক্সেল রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোল্ডেবল ফোনটির বাইরে ৩.৫-ইঞ্চি LTPO 2.0 ডিসপ্লে পাওয়া যাবে, যার রেজোলিউশন ৯৮০×৯৮০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত। চিপসেটের বিষয়ে Huawei কিছুই প্রকাশ করেনি, কিন্তু রিপোর্ট অনুযায়ী এতে কিরিন ৯০১০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ক্যামেরার বিষয়ে বললে, Huawei Pura X মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন), ৪০-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ম্যাক্রো ক্যামেরা এবং ৮-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (OIS সহ)। ইনার স্ক্রিনে ১০.৭-মেগাপিক্সেল সেলফি সেন্সর উপস্থিত। ফোনটি IPX8 বিল্ড রেটিং সহ এসেছে।

সিকিউরিটির জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৭২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।