অটোকার

মধ্যবিত্তের স্বপ্নপূরণ করতে Yamaha আনল দুই নতুন স্পোর্টস বাইক

Yamaha YZF R3 এবং R25-এর নতুন সংস্করণ আনুষ্ঠানিক ভাবে জাপানে লঞ্চ হল। দুই স্পোর্টস বাইকে নজরকাড়া পরিবর্তন যোগ করেছে ইয়ামাহা। ... Read more

Published on:

2025 Yamaha r3 and r25 launched in Japan

Yamaha YZF R3 এবং R25-এর নতুন সংস্করণ আনুষ্ঠানিক ভাবে জাপানে লঞ্চ হল। দুই স্পোর্টস বাইকে নজরকাড়া পরিবর্তন যোগ করেছে ইয়ামাহা। এই বাইক দুটির আপডেটেড সংস্করণের দাম সহ বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে ইয়ামাহা। ভারতীয় মুদ্রায় দুই বাইকের দামও তুলনামূলক কম। Yamaha R3 এর দাম ৬,৬০,০০ ইয়েন যা ভারতীয় টাকায় ৩.৮০ লাখ এবং R25 বাইকের দাম ৬,২৮,০০০ ইয়েন যা ভারতীয় মুদ্রায় ৩. ৬২ লাখ টাকা।

2025 Yamaha R3

নতুন ইয়ামাহা আর৩ মডেলে আরও তীক্ষ্ণ ফ্রন্ট ফেয়ারিং ও সরু টেইল সেকশন রয়েছে, যা এর আক্রমণাত্মক এবং স্পোর্টি লুকে আলাদা মাত্রা যোগ করেছে। মোটরসাইকেলটি তিনটি রঙে উপলব্ধ: ডিপ পার্পলিশ ব্লু মেটালিক, ম্যাট ডার্ক গ্রে মেটালিক, এবং ম্যাট ইয়েলোইশ হোয়াইট। এতে ৩২১ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা ৪১ হর্সপাওয়ার ও ৩০ এনএম টর্ক তৈরি করতে পারে।

ইয়ামাহা আর৩ বাইকে সাসপেনশনের জন্য, ৩৭ মিমি ইনভার্টেড ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মনোশক দেওয়া হয়েছে। ব্রেকিংয়ের জন্য ২৯৮ মিমি ফ্রন্ট ডিস্ক এবং ২২০ মিমি রিয়ার ডিস্ক সহ ডুয়াল-চ্যানেল এবিএস বর্তমান। ফিচার্সের তালিকাও আপডেট করা হয়েছে। ফুল এলইডি লাইটিং, মাল্টি-ফাংশন এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং স্মার্টফোন কানেক্টিভিটির সুবিধা পাওয়া যাবে। এর ফলে রাইডাররা ডিসপ্লেতে এসএমএস ও কল অ্যালার্ট পাবেন।

2025 Yamaha R25

আর৩-এর পাশাপাশি, ইয়ামাহা ২০২৫ আর২৫ মডেলটিও লঞ্চ করেছে, যা একই স্টাইলিং অনুসরণ করে। ফ্রন্ট ফেয়ারিং একইরকম ও প্রথম মডেলের মতো তিনটি রঙে উপলব্ধ।। এই স্পোর্টস বাইকে ২৪৯ সিসি প্যারালাল-টুইন ইঞ্জিন রয়েছে, যা ৩৪.৫ বিএইচপি শক্তি এবং ২৩ এনএম টর্ক প্রদান করে। এটি লিনিয়ার পাওয়ার ডেলিভারির জন্য পরিচিত।

এই বাইকগুলি ভারতে আসবে কি?

ইয়ামাহা এই বিষয়ে স্পষ্টত কিছু না জানালেও, R25 ভারতে আসার সম্ভাবনা কম। R3-এর আপডেটেড মডেল ভারতীয় বাজারে এই বছরের শেষের দিকে আসতে পারে। ইয়ামাহা ইতিমধ্যে ভারতে R3 বিক্রি করেছে।