মোবাইল

Vivo Y39 5G হবে এত সস্তা, লঞ্চের আগে দাম ও সেল অফার সহ সমস্ত স্পেসিফিকেশন ফাঁস

Updated on:

Vivo y39 5g price in india mrp sale date Launch offers leaked

জুলাই মন্ডল, কলকাতা: ভিভো গত মাসে তাদের মিড রেঞ্জ স্মার্টফোন Vivo Y39 5G বিশ্ব বাজারে লঞ্চ করেছে। এখন এই ফোনটি ভারতীয় বাজারে আসতে চলেছে। যদিও ব্র্যান্ডের তরফে এখনও লঞ্চের তারিখ (Vivo Y39 Launch Date in India) নিশ্চিত করা হয়নি, তবে 91mobiles এর দাম, সেলের তারিখ, অফার এবং স্পেসিফিকেশন শেয়ার করেছে। আসুন Vivo Y39 5G স্মার্টফোন কিনতে কত টাকা খরচ হবে জেনে নেওয়া যাক।

Vivo Y39 5G এর দাম, সেলের তারিখ এবং অফার

ভিভো ওয়াই৩৯ ৫জি ভারতে ৮ জিবি ফিজিক্যাল র‌্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সহ পাওয়া যাবে। এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ১৬,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হবে ১৮,৯৯৯ টাকা। এই দুটি ভ্যারিয়েন্টের এমআরপি থাকবে যথাক্রমে ২১,৯৯৯ টাকা এবং ২৩,৯৯৯ টাকা।

রিপোর্টে বলা হয়েছে, ভিভো ওয়াই৩৯ ৫জি ফোনের সেল ২৫ মার্চ থেকে শুরু হবে। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার থেকে এই স্মার্টফোনটি কেনা যাবে। অফলাইন রিটেল স্টোর এবং নিকটস্থ মোবাইল শপ থেকে এই ফোনটি বিক্রির জন্য উপলব্ধ হবে। ডিভাইসটি পার্পল এবং ব্লু কালার অপশনে কেনা যাবে।

লঞ্চ অফারের কথা বললে, Vivo Y39 5G প্রথমদিনে ১,৫০০ টাকা ক্যাশব্যাক সহ কেনা যাবে। এই অফার পেতে এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা, অ্যাক্সিস ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, ডিএসবি এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।

Vivo Y39 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে: ভিভো ওয়াই৩৯ ৫জি ফোনে আছে ১৬০৮ × ৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬৮ ইঞ্চি এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে।

পারফরম্যান্স: এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে কোয়ালকমের ৪ ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি স্ন্যাপড্রাগন ৪ জেন ২ অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই৩৯ ৫জি ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি হবে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: Vivo Y39 5G ডিভাইসে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।