মোবাইল

শুরু হল মান্থ এন্ড সেল, Vivo T4x 5G লঞ্চের পর সবচেয়ে কম দামে কেনার দারুন সুযোগ

Published on:

Vivo T4x 5G price in india cut Flipkart month end mobile festival sale Offers

সুমন পাত্র, কলকাতা: আজ থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্ট মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেল। এই সেল ৩১ মার্চ পর্যন্ত চলবে। এই সেলে আপনি একাধিক ফোনে ছাড় পাবেন। তবে এই প্রতিবেদনে আমরা Vivo T4x 5G স্মার্টফোনের উপর পাওয়া অফার সম্পর্কে বলবো। সদ্য আসা এই ডিভাইসটি সেলে কম দামে কেনা যাবে। এর উপর ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সহ ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। আর এই ফোনে পাওয়া যাবে সেগমেন্টের সবচেয়ে বড় ৬৫০০ এমএএইচ ব্যাটারি।

Vivo T4x 5G এর দাম ও সেল অফার

ভিভো টি৪এক্স ৫জি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায় – ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে ১৩,৯৯৯ টাকা, ১৪,৯৯৯ টাকা ও ১৬,৯৯৯ টাকা। এটি মেরিন ব্লু ও প্রোন্টো পার্পেল কালারে এসেছে।

ফ্লিপকার্ট মান্থ এন্ড মোবাইল ফেস্টিভ্যাল সেলে ভিভো টি৪এক্স ৫জি এর তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের উপর ২২ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রায় ৫,০০০ টাকা। আবার সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৫০০ টাকা ও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ১,১৭৫ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এটি ইএমআই সহ কেনা যাবে।

Vivo T4x 5G

Vivo T4x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Vivo T4x 5G ফোনে আছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০৫০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এতে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

পারফরম্যান্সের জন্য Vivo T4x 5G ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ ৫জি চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। স্মার্টফোনটি ৬৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।