টেলিকম

এই শহরে প্রথম চালু হবে BSNL 5G পরিষেবা, পশ্চিমবঙ্গ ও কলকাতা গ্রাহকদের জন্য চমক?

Published on:

bsnl-5g-roll-out-first-delhi-cities-confirmed-cmd-robert-j-ravi

শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার দেখানো পথে 5G পরিষেবা চালু করতে চলেছে BSNL। কোম্পানির কথায়, যত দ্রুত সম্ভব জুনই এই পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে। এদিন, BSNL 5G দেশের কোন শহরে প্রথম চালু হতে পারে সেই ঘোষণা করলেন বিএসএনএল-এর সিএমডি, রবার্ট জে রবি। সম্প্রতি, BSNL 5G পরিষেবা নিয়ে ইতিবাচক মন্তব্য করেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জোত্যিরাদিত্য সিন্ধিয়া।

কোন শহরে প্রথম শুরু BSNL 5G

রবার্ট জে রবির মতে, আগামী কয়েক মাসের ভিতরে নির্বাচিত কয়েকটি শহরে প্রাথমিক ভাবে চালু করা হবে বিএসএনএল-এর ৫জি পরিষেবা। তিনি বলেন যে, এই নেটওয়ার্ক পরিষেবা প্রথমে দিল্লিতে চালু করা হবে। ব্যবহার করা হবে নেটওয়ার্ক-অ্যাজ-এ-সার্ভিস (NaaS) মডেল। তিনি জোর দিয়ে বলেন যে, কোম্পানি এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করার লক্ষ্য রেখেছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব আরও বেশি শহরে পরিষেবাটি সম্প্রসারিত করা হবে।

BSNL কে সাহায্য করবে TCS ও C-DoT

উল্লেখযোগ্য বিষয় হল, স্থানীয় অংশীদারদের সহযোগিতায় গত বছর দিল্লিতে ৫জি পরিষেবা নিয়ে একটি পাইলট পরীক্ষা করেছিল বিএসএনএল। জানা গিয়েছে, বিএসএনএলের ৫জি পরিষেবার যৌথভাবে পরিচালনা করবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিমেটিক্স (C-DoT)। প্রসঙ্গত, এই দুই কোম্পানি বিএসএনএলের ১ লাখ ৪জি সাইট বসানোর পরিকল্পনাতেও নিযুক্ত।

সিএমডি রবার্ট জে রবি আরও যোগ করেন, 5G প্রযুক্তি শিল্প এবং সম্প্রদায় উভয়কেই, বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষকে উপকৃত করবে। 5G পরিষেবা চালু হলে, BSNL পরিষেবার ক্ষেত্রে বেসরকারি টেলিকম অপারেটরদের সাথে প্রতিযোগিতা করার জন্য আরও ভালো অবস্থানে থাকবে। তিনি বলেন যে, সরকার গত বছরের বাজেটে BSNL কে পুনরুজ্জীবিত করার জন্য ৮০,০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করেছে, যা কোম্পানির সক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতিকে তুলে ধরে।