সুমন পাত্র, কলকাতা: Realme GT 7 Pro ইতিমধ্যেই চীন এবং ভারতে লঞ্চ হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার্সের কারণে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আবার সম্প্রতি ফাঁস হওয়া রিপোর্ট বিশ্বাস করলে, কোম্পানি এই সিরিজের বেস মডেল অর্থাৎ GT 7 বাজারে আনার তোড়জোড় শুরু করেছে। এটি গত বছরের জুলাই মাসে লঞ্চ হওয়া Realme GT 6 এর উত্তরসূরী হিসেবে আসতে চলেছে। এখন সূত্রের দাবি, ৭০০০ এমএএইচ ব্যাটারির সবচেয়ে দ্রুত চার্জ হওয়া ফোনের তকমা পাবে Realme GT 7।
Realme GT 7 স্পেসিফিকেশন (সম্ভাব্য)
স্মার্টফোন দুনিয়ার গোপন তথ্য ফাঁস করার জন্য পরিচিত, বিখ্যাত চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, রিয়েলমি জিটি ৭ ফোনটিতে ৭,০০০ এমএএইচ ক্ষমতার সিঙ্গেল-সেল ব্যাটারি এবং ১০০ ওয়াট র্যাপিড চার্জিং সাপোর্ট থাকবে। এটি বাজারের প্রথম ফোন যা এমন হাই ক্যাপাসিটির ব্যাটারি এবং ফাস্ট চার্জিং কম্বিনেশন অফার করছে।
এছাড়াও, রিয়েলমি জিটি ৭ ফ্ল্যাট ডিসপ্লে ও আসন্ন মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট ব্যবহার করবে বলে জানা গিয়েছে। ডিজিটাল চ্যাট স্টেশনের পোস্ট থেকে আরও জানা গিয়েছে যে, জিটি ৭ গত বছরের জিটি ৬ মডেলটির তুলনায় পাতলা ও হালকা হবে, যার পুরুত্ব ৮.৪ মিমি এবং ওজন ২০৭ গ্রাম। এতে ৫,৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। উত্তরসূরী মডেলে আরও বড় ব্যাটারি থাকা সত্ত্বেও, পূর্বসূরীর তুলনায় পাতলা ও কম ওজনের হবে।
Realme GT 7 কবে লঞ্চ হবে এখনও জানা না গেলেও, Realme Narzo 80 Pro 5G এপ্রিলেই ভারতে আসতে চলেছে। আমাজনের মাইক্রোসাইট থেকে ফোনটির চিপসেট, আনটুট স্কোর এবং দামের রেঞ্জ প্রকাশ হয়েছে। এটি সেগমেন্টের প্রথম ফোন যা Dimensity 7000 চিপসেটে চলবে। আনটুটু বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে বেঞ্চমার্কে ৭,৮৩,০০০ স্কোর অর্জন করেছে বলে দাবি করেছে সংস্থা। দাম ২০,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে।