সুমন পাত্র, কলকাতা: ভিভো তাদের নতুন ফোল্ডেবল ফোন Vivo X Fold 4-এর উপর কাজ করছে। এটি Vivo X Fold 3 এর উত্তরসূরি মডেল হিসেবে বাজারে আসবে। ইতিমধ্যেই এই ডিভাইস সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এখন আবার নতুন এক টিপস্টারের দৌলতে Vivo X Fold 4 এর বিশেষ বিশেষ স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। জানা গেছে যে, নতুন এই ফোল্ডেবল ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।
জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আরও দাবি করেছেন যে, Vivo X Fold 4 ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। গ্রাফিক্সের জন্য এতে এড্রেনো ৭৫০ জিপিইউ দেওয়া হবে। প্রসেসরের মধ্যে কর্টেক্স X4, কর্টেক্স A720 এবং কর্টেক্স A520 কোর থাকবে। অর্থাৎ পারফরম্যান্সের ক্ষেত্রে ক্রেতাদের কোনো আপস করতে হবে না।
এছাড়া ভিভো এক্স ফোল্ড ৪ ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তবে এত বড় ব্যাটারি থাকার পরও ডিভাইসটি পাতলা এবং হালকা হবে, যার ফলে এর পোর্টেবিলিটি বজায় থাকবে।
ক্যামেরায় খুব বেশি আপগ্রেড দেখা যাবে না
সুন্দর ফটোগ্রাফির জন্য ভিভো এক্স ফোল্ড ৪ ফোল্ডেবল ফোনে ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর থাকতে পারে, যা পূর্বের এক্স ফোল্ড ৩ এর মতো ছবি তুলবে। এছাড়াও, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IPX8 রেটিং পাওয়া যাবে। সিকিউরিটির এই ফোল্ডেবল ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
Vivo X Fold 4 কখন লঞ্চ হতে পারে?
রিপোর্টে অনুযায়ী, ভিভো এক্স ফোল্ড ৪ মডেলটি ২০২৫ সালের তৃতীয় কোয়ার্টারে লঞ্চ হতে পারে। যদিও এই সংক্রান্ত কোনো তথ্য ভিভোর তরফে নিশ্চিত করা হয়নি।