মোবাইল

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজারে আসছে HONOR 400 Lite 5G, দাম সহ ফিচার ফাঁস

Published on:

Honor 400 lite 5G price specifications leaked ahead of launch date announced

সুমন পাত্র, কলকাতা: Honor গত বছর অর্থাৎ ২০২৪ সালে ভারতীয় বাজারে কামব্যাক করেছে। ইতিমধ্যেই ব্র্যান্ডটি বেশ কয়েকটি ফোন এদেশে এনেছে। সম্প্রতি Honor X9c ডিভাইসের জন্যেও অ্যামাজনে মাইক্রোসাইট লাইভ হয়েছে। অর্থাৎ এই ডিভাইসটিও বাজারে আসবে। এছাড়া এখন আবার ব্র্যান্ডের আরও একটি নতুন মোবাইল HONOR 400 Lite 5G এর দাম এবং স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

HONOR 400 Lite 5G এর স্পেসিফিকেশনস (সম্ভাব্য)

ডিসপ্লে: অনার ৪০০ লাইট ৫জি ফোনটি ২৪১২ x ১০৮০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭০ ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে। এটি অ্যামোলেড প্যানেল হবে এবং সিকিউরিটির জন্য আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনের স্ক্রিন ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

পারফরম্যান্স: অনার ৪০০ লাইট ৫জি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ম্যাজিকওএস ৯.০ কাস্টম স্কিনে চলবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসর দেওয়া হতে পারে।

মেমরি: ফোনটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। এর বেস মডেল ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অফার করতে পারে।

ক্যামরা: অনার ৪০০ লাইট ৫জি মডেলে ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। ফোনের পিছনের প্যানেলে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে, যার সাথে ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মিলতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যেতে পারে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫২৩০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

HONOR 400 Lite 5G এর দাম (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, HONOR 400 Lite 5G স্মার্টফোনের ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯৯ ইউরো রাখা হতে পারে যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭,৬৭৫ টাকা। আশা করা যায় স্মার্টফোনটি এদেশে ২০ হাজার থেকে ২২ হাজার টাকার মধ্যে লঞ্চ হতে পারে।