শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: দেশের বাইক-প্রেমীদের বহুদিনের স্বপ্ন অবশেষে পূরণ হল। আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল Royal Enfield Classic 650। এটি রয়্যাল এনফিল্ডের ষষ্ঠ ৬৫০ সিসি মোটরসাইকেল ও বিপুল জনপ্রিয় ক্লাসিক মডেলটির বড় সংস্করণ। Classic 650 তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে – হটরড, ক্লাসিক এবং ক্রোম। দাম ৩.৩৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। হটরড ট্রিমের অধীনে, দুটি রঙ রয়েছে – ব্রুন্টিংথর্প ব্লু এবং ভাল্লাম রেড।
Royal Enfield Classic 650-এর মিড অর্থাৎ ক্লাসিক ট্রিম এক্সক্লুসিভ টিল রঙে পাওয়া যাচ্ছে এবং এর দাম ৩.৪১ লক্ষ টাকা। তৃতীয় তথা সর্বশেষ ক্রোম মডেলটি কালো ক্রোম কালারে পাওয়া যাচ্ছে যা দেখতে বেশ আকর্ষণীয়। এটির দাম ৩.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)৷ উল্লেখ্য, Shotgun 650-এর আর্কিটেকচারের উপর ভিত্তি করে বানানো হলেও, নতুন ক্লাসিকের দাম শটগানের থেকে কম রাখা হয়েছে। বর্তমানে দেশের সমস্ত এনফিল্ডের শোরুমে বুক করা যাচ্ছে।
Royal Enfield Classic 650: ডিজাইন, ইঞ্জিন, ফিচার্স
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ এর ডিজাইন বিপুল জনপ্রিয় ক্লাসিক ৩৫০ থেকে অনুপ্রাণিত। এর মার্জিত ডিজাইন এবং বিশাল চেহারা নিশ্চিতভাবেই রাস্তায় নজর কাড়বে। সুন্দর বডিওয়ার্কের নিচে একটি স্টিলের ফ্রেম রয়েছে যা প্রথাগত টেলিস্কোপিক ফর্ক এবং শক অ্যাবজর্বারের সঙ্গে যুক্ত। বাইকটি টিউব-টাইপ টায়ার সহ ওয়্যার-স্পোক চাকায় চলে। ক্লাসিক ৬৫০-এর জ্বালানি ট্যাঙ্কের ক্ষমতা ১৪.৮ লিটার ও কার্ব ওজন ২৪৩ কেজি।
ক্লাসিক ৬৫০ মডেলে এনফিল্ডের অন্যান্য ৬৫০ সিসি বাইকগুলির মতো ৬৪৮ সিসির প্যারালাল-টুইন, এয়ার/অয়েল-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ওই পরীক্ষিত ইঞ্জিন থেকে ৪৬.৩ হর্সপাওয়ার ক্ষমতা এবং ৫২.৩ নিউটন মিটার টর্ক উৎপাদন হয়। পিছনের চাকায় ছয় গতির গিয়ারবক্সের মাধ্যমে শক্তি সরবরাহ করা হয়। সাথে স্লিপার ক্লাচ রয়েছে।
ফিচার্সের দিক থেকে, রয়্যাল এনফিল্ড তাদের নতুন মোটরসাইকেলে অ্যানালগ-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি হেডল্যাম্প এবং টেল ল্যাম্প, অ্যাডজাস্টেবল লিভার, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট, ট্রিপার নেভিগেশন, ডুয়াল ডিস্ক ব্রেক (সামনে ৩২০ মিমি ও পিছনে ৩২০ মিমি, ডুয়াল এগজস্ট, এবং ডুয়াল-চ্যানেল এবিএস রেখেছে।