Test Cricket 150th Anniversary: টেস্ট ক্রিকেটের ১৫০ বছরের পূর্তিতে আয়োজিত হবে মিনি অ্যাশেজ, কবে কোথায় হবে ম্যাচ?

আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটের জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও টেস্ট ক্রিকেটকে নিয়ে আবেগ সমানভাবেই লক্ষ্য করা যায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এই ফরম্যাটকে বর্তমানে নতুন প্রজন্মের কাছে…

England And Australia Will Play One Off Test Match In 2027 To Celebrate 150 Years Of Test Cricket

আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটের জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও টেস্ট ক্রিকেটকে নিয়ে আবেগ সমানভাবেই লক্ষ্য করা যায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এই ফরম্যাটকে বর্তমানে নতুন প্রজন্মের কাছে আরও পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ২০২৭ সালে আন্তর্জাতিক টেস্ট ফরম্যাটের ১৫০ বছর পূর্তি হতে চলেছে। এই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে এবার ক্রিকেট অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল।

১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচে অজিরা ৪৫ রানে জয় তুলে নেয়। এরপর শতবর্ষের পূর্তি টেস্ট ম্যাচে ১৯৭৭ সালেও উল্লেখযোগ্যভাবে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে ৪৫ রানে জয় নিশ্চিত করে। এই ম্যাচে রড মার্শ ও ডেরেক র‍্যান্ডাল শতরান করেছিলেন এবং ডেনিস লিলি ১১ উইকেট তুলে নেন। এবার ২০২৭ সালে টেস্ট ফরম্যাটের ১৫০ বছর পূর্তি হতে চলেছে।

ফলে টেস্ট ফরম্যাটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালের মার্চে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ আয়োজন করা হয়েছে। এর সঙ্গেই মেলবোর্নে বর্ষপূর্তির সূচি নিশ্চিত করার পর ক্রিকেট অস্ট্রেলিয়া এবং রাজ্য সরকার ঘোষণা করেছে যে মেলবোর্ন, সিডনি এবং অ্যাডিলেড ওভাল তাদের নিয়মিত টেস্টের জন্য ২০৩০-৩১ সাল পর্যন্ত ৭ বছরের চুক্তি করেছে। তবে বর্তমান ক্রীড়াসূচী শুধুমাত্র ২০২৭ সালের প্রথম দিকের পর্যন্ত স্বাক্ষর করা হয়েছে। কিন্তু ইংল্যান্ড এবং ভারতের আরও পরের ৪ বছরের সফর নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেছেন যে পশ্চিম অস্ট্রেলিয়া সরকারের সিদ্ধান্ত ছিল যে তারা দীর্ঘমেয়াদি চুক্তি করতে চায় না। এর ফলে আগামী বছরের অ্যাশেজ ব্রিসবেনের ঐতিহ্যবাহী গাব্বার বদলে পশ্চিম অস্ট্রেলিয়ায় শুরু হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ম্যাচের জন্য বরাদ্দ স্টেডিয়াম

নিউ সাউথ ওয়েলস:

আগামী সাত মরসুম (২০২৪/২৫ থেকে ২০৩০/৩১)

নিশ্চিত ম্যাচ: প্রতি গ্রীষ্মে পুরুষদের নববর্ষের টেস্ট

কুইন্সল্যান্ড:

আগামী দুই মরসুম (২০২৪/২৫ থেকে ২০২৫/২৬)

নিশ্চিত ম্যাচ: পুরুষদের ১টি টেস্ট প্রতি গ্রীষ্মে ৩০ ডিসেম্বরের আগে এবং প্রতি গ্রীষ্মে ১টি পুরুষদের ওডিআই অথবা টি-টোয়েন্টি

দক্ষিণ অস্ট্রেলিয়া:

আগামী সাত মরসুম (২০২৪/২৫ থেকে ২০৩০/৩১)

নিশ্চিত ম্যাচ: পুরুষদের দিন-রাতের টেস্ট বনাম ভারত (২০২৪/২৫), পুরুষদের ক্রিসমাস টেস্ট (২০২৫/২৬ থেকে ২০৩০/৩১), প্রতি গ্রীষ্মে ১টি পুরুষদের ওডিআই/টি-টোয়েন্টি, প্রতি গ্রীষ্মে ১টি মহিলা টি-টোয়েন্টি/ওডিআই এবং প্রতি গ্রীষ্মে নববর্ষের আগের বিবিএল ম্যাচ

ভিক্টোরিয়া:

আগামী সাত মরসুম (২০২৪/২৫ থেকে ২০৩০/৩১)

নিশ্চিত ম্যাচ: প্রতি গ্রীষ্মে পুরুষদের বক্সিং ডে টেস্ট, ২০২৪/২৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে মহিলাদের ৯০ বছর পূর্তির দিন/রাতের টেস্ট এবং ২০২৬/২৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে পুরুষদের ১৫০ বছর পূর্তির ঐতিহ্যবাহী টেস্ট

পশ্চিম অস্ট্রেলিয়া:

আগামী তিন মরসুম (২০২৪/২৫ থেকে ২০২৬/২৭)

নিশ্চিত ম্যাচ: প্রতি গ্রীষ্মে পুরুষদের প্রথম টেস্ট এবং প্রতি গ্রীষ্মে পুরুষদের একটি ওডিআই/টি-টোয়েন্টি