মুখ্য সংবাদ

ইন্টারনেট ছাড়াই কীভাবে করবেন ইউপিআই পেমেন্ট, স্মার্টফোন ছাড়াও ফিচার ফোনে পাবেন সুবিধা

Published on:

Upi payment offline using 99 service how to send money without internet

ডিজিটাল ভারতে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা UPI পেমেন্ট একটি সহজ এবং দ্রুত উপায় হয়ে দাঁড়িয়েছে। তবে, অনেক সময় ব্যবহারকারীরা ইন্টারনেটের সমস্যার সম্মুখীন হতে হন, ফলে অনলাইনে পেমেন্ট করা সম্ভব হয়ে ওঠে না। এছাড়া গত বুধবার UPI পরিষেবায় সমস্যা দেখা দেওয়ায়, দীর্ঘক্ষণ লেনদেন করা সম্ভব হয়নি। কিন্তু আপনি কি জানেন যে, অফলাইনেও UPI পেমেন্ট করা যায়। আসুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক।

*99# পরিষেবা ব্যবহার করুন

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর পক্ষ থেকে *99# USSD পরিষেবা চালু করা হয়েছে, যার মাধ্যমে আপনি ইন্টারনেট ছাড়াই ইউপিআই পেমেন্ট করতে পারবেন। এর মাধ্যমে নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করে পেমেন্ট করা যাবে।

ইন্টারনেট ছাড়া ইউপিআই পেমেন্ট করার উপায়

– আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে *99# ডায়াল করুন।

– আপনার স্ক্রীনে অনেক বিকল্প দেখতে পাবেন।

– পেমেন্ট (Send Money) অপশন বেছে নিন

– স্ক্রীনে আসা মেনু থেকে ‘Send Money’ বা ‘পেমেন্ট করুন’ অপশন বেছে নিন।

– UPI ID, মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিন।

– যার কাছে টাকা পাঠাতে হবে, তার UPI ID, মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখুন।

– কত টাকা পাঠাতে চান লিখুন।

– লেনদেন সম্পন্ন করতে আপনার UPI পিন দিন।

– নিশ্চিতকরণের পরে পেমেন্ট হয়ে যাবে এবং আপনি মেসেজ পেয়ে যাবেন।

*99# পরিষেবার সুবিধা

সবচেয়ে বড় সুবিধা হলো যে এই পরিষেবার মাধ্যমে ইন্টারনেট ছাড়াই লেনদেন করা যেতে পারে। এছাড়াও, এই অপশন স্মার্টফোন এবং ফিচার ফোন উভয় ক্ষেত্রে কাজ করে। এই পরিষেবা ২৪/৭ উপলব্ধ, অর্থাৎ যেকোনো সময়, যে কোন জায়গায় লেনদেন করা যায়। এই সুবিধাটি বিশেষ করে গ্রামীণ এলাকা এবং ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য খুবই উপকারী।