মোবাইল

১১ হাজার দাম কমলো জবরদস্ত ফিচারের Moto Edge 50 Pro ফোনের, নতুন ডিভাইস আসতেই সুখবর

মোটোরোলা আজ অর্থাৎ ২ এপ্রিল মোটো ৬০ ফিউশন লঞ্চ করেছে। নতুন স্মার্টফোনটি ভারতীয় বাজারে প্রবেশের পরপরই, আরও এক শক্তিশালী Moto Edge 50 Pro-এর দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিল কোম্পানি। গত বছর এপ্রিলে প্রিমিয়াম মূল্যে লঞ্চ হয়েছিল এই ফোন। এখন তার থেকে অনেক বেশি কম দামে পাওয়া যাচ্ছে। মোটোরোলার ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে, Moto Edge 50 Pro-তে একাধিক বৈশিষ্ট্য রয়েছে, যা এটিকে ফটোগ্রাফি এবং গেমিং প্রেমীদের জন্য একটি দুর্দান্ত বিকল্প করে তুলেছে। ফ্লিপকার্ট প্ল্যাটফর্মে এই ফোনের উপর ছাড় ঘোষণা করা হয়েছে।

Moto Edge 50 Pro এর সাথে ডিসকাউন্ট অফার

বর্তমানে, মোটো এজ ৫০ প্রো ফ্লিপকার্টে ৪১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। তবে ক্রেতারা ২৮ শতাংশ ছাড় পাবেন, যার ফলে দাম কমে মাত্র ২৯,৯৯৯ টাকায় নেমে এসেছে। এই প্রথমবারের মতো এই হাই-এন্ড ডিভাইসের উপর এত বেশি ছাড় দেওয়া হল। দাম কমানোর পাশাপাশি ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার দিচ্ছে ফ্লিপকার্ট।

আপনি যদি Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন, তাহলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এছাড়াও, এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আরও টাকা সাশ্রয় করা যাবে। পুরানো ফোন বদলে ২৭,৭০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে। যদিও সঠিক এক্সচেঞ্জ মূল্য আপনার ডিভাইসের অবস্থার উপর নির্ভর করবে।

তবে, যদি আপনি ১২,০০০ টাকার এক্সচেঞ্জ মূল্য পেতে পারেন, তাহলে আপনি এই প্রিমিয়াম স্মার্টফোনটি ১৮,০০০ টাকারও কম দামে কিনতে পারবেন।

Moto Edge 50 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

এই মোটো ডিভাইসে ৬.৭ ইঞ্চি পিওলেড ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং এটি কর্নিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে এবং এটি তিনটি অ্যান্ড্রয়েড আপডেট পাবে। মিলবে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭ জেনারেশন ৩ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য, ৫০ মেগাপিক্সেল, ১০ মেগাপিক্সেল এবং ১৩ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সিস্টেম উপস্থিত। আর সেলফি এবং ভিডিয়ো কলের জন্য উপলব্ধ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও, ১২৫ ওয়াট দ্রুত চার্জিং-সহ একটি বিশাল ৪৫০০mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই স্মার্টফোনে।

Suman Patra

Suman Patra is an automobile news writer who focuses on new Car and Bike launches, offers and market Trends. He provides detailed insights on Car and Bike pricing, features and exclusive offers.

Related Articles

Back to top button