রিফ্রেশ লুক সহ 50MP সেলফি ক্যামেরা, Motorola Flip 60 Ultra ও Razr 60 ফোনের রেন্ডার ফাঁস

মোটোরোলা (Motorola) শীঘ্রই নতুন দুটি ফ্লিপ ফোন Motorola Razr 60 এবং Razr 60 Ultra লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এদের রেন্ডার অনলাইনে ফাঁস হয়েছে। জানা গেছে এগুলি চমৎকার কালার অপশনে পাওয়া যাবে। এখন আবার TENAA সার্টিফিকেশন সাইটে Motorola Razr 60 ও Razr 60 Ultra মডেলকে খুঁজে পাওয়া গেছে। এরমধ্যে আল্ট্রা ভ্যারিয়েন্ট স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট সহ আসবে।
রিফ্রেশ ডিজাইন সহ আসবে Motorola Razr 60 Ultra
রেন্ডার দেখে বলা যায় যে মোটোরোলা রেজার 60 আল্ট্রা রিফ্রেশ লুক সহ আসবে। এতে 6.9 ইঞ্চি AMOLED ফোল্ডেবল ডিসপ্লে থাকবে। এর কভার ডিসপ্লেতে দুটি ক্যামেরা দেওয়া হবে। রেন্ডার অনুযায়ী ফোনের ডান প্রান্তে ভলিউম রকার এবং পাওয়ার কী দেখা যাবে। আর ডিভাইসের পাওয়ার কী ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজও করবে। আর এর বাম পাশে মিস্ট্রি বাটন থাকবে। মনে করা হচ্ছে যে এই বাটন মোটো এআই অথবা কাস্টমাইজেবল শর্টকাটের কাজ করবে।
আরও পড়ুন: এপ্রিল মাসে ভারতে লঞ্চ হচ্ছে এই স্মার্টফোনগুলি
রেন্ডার অনুসারে, মোটোরোলা রেজার 60 আল্ট্রা তিনটি কালার অপশনে পাওয়া যাবে – ডার্ক গ্রীন, রেড এবং মোকার। এটি 18GB পর্যন্ত র্যাম সহ পাওয়া যেতে পারে। এতে 2TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। এর ব্যাটারি ক্যাপাসিটি 4500mAh হতে পারে। আর 3C সার্টিফিকেশন অনুযায়ী এই ফোনে 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর প্রাইমারি রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরাও 50 মেগাপিক্সেল হতে পারে।
Motorola Razr 60 ফোনে থাকবে ছোট কাভার ডিসপ্লে
সিরিজের বেস মডেল অর্থাৎ রেজার 60 এর কথা বললে, এটি গত বছরের মডেলের মতোই ছোট কভার ডিসপ্লের সঙ্গে আসবে। এটি ব্লু, মেন্ট গ্রিন এবং হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে।
ফোনটি 18GB পর্যন্ত র্যাম এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ আসতে পারে। পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 7400x ব্যবহার করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতেও দেওয়া হবে 4500mAh ব্যাটারি। উল্লেখ্য যে, ফোনগুলির লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি।