প্রো ফটোগ্রাফার হতে চান? 32MP সেলফি ক্যামেরা সহ Oppo Find X8 Ultra আপনার জন্য আসছে

প্রো ফটোগ্রাফার হতে চান? 32MP সেলফি ক্যামেরা সহ Oppo Find X8 Ultra আপনার জন্য আসছে

শীঘ্রই বাজারে আসছে Oppo Find X8 Ultra। রিপোর্ট অনুযায়ী ফোনটি আগামী 10 এপ্রিল চীনে লঞ্চ হতে পারে। এর দুটি মডেল নম্বর থাকবে- PKJ110 এবং PKU110। PKJ110 ডিভাইসের স্ট্যান্ডার্ড ভার্সনের মডেল নম্বর। আর PKU110 হবে এই ফোনের স্যাটেলাইট কমিউনিকেশন ভার্সনের মডেল নম্বর। লঞ্চের আগে অপ্পোর এই আসন্ন ডিভাইসকে চীনের TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। লিস্টিং থেকে Oppo Find X8 Ultra এর ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

এই ফিচারের সঙ্গে আসতে পারে Oppo Find X8 Ultra

টেনা লিস্টিং অনুযায়ী, অপ্পো ফাইন্ড X8 আল্ট্রা ফোনটি 3168×1440 পিক্সেল রেজোলিউশনের 6.82 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লের সাথে আসবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট থাকবে 120Hz। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ দুটি ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

সিকিউরিটির জন্য অপ্পো ফাইন্ড X8 আল্ট্রা ফোনে আলট্রাসোনিক আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এটি 16GB পর্যন্ত র‍্যাম এবং 1TB পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট ব্যবহার করা হবে। ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি 6100mAh হবে। এই ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এর সাথে Oppo Find X8 Ultra ডিভাইসটি 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসবে। এতে IP68/69 জল এবং ধুলো প্রতিরোধী রেটিং পাওয়া যাবে। এছাড়াও ফোনটির বাম দিকের নতুন পুশ বাটন দেওয়া হবে, যা অ্যালার্ট স্লাইডারের বদলে থাকবে। Oppo-এর এই নতুন ফোন স্টারি ব্ল্যাক, মুনলাইট হোয়াইট এবং মর্নিং লাইট কালার অপশনে আসবে।